সাকিব কেন দলে নেই, জনসম্মুখে বলতে চান না প্রধান নির্বাচক
সাকিব কেন দলে নেই, জনসম্মুখে বলতে চান না প্রধান নির্বাচক
সাকিব কেন দলে নেই, জনসম্মুখে বলতে চান না প্রধান নির্বাচক
ওয়ানডে বিশ্বকাপের পারফরম্যান্স ভিত্তিতে সাজানো হয়েছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল। তবে বিশ্বকাপে হারের বৃত্তে আঁটকে পড়ে একসময় শঙ্কা জেগেছিল বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়েও। শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা মরার সেই ম্যাচে দলকে জিতিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত পৌছে দেন ক্যাপ্টেন সাকিব আল হাসান। কিন্তু সেই সাবিককে বাদ দিয়েই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে বাংলাদেশ।
রবিবার মিরপুরে চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সেই দলে জায়গা পাননি সাকিব আল হাসান। বোলিং অ্যাকশন পরীক্ষায় সাকিব ফেল করলেও খেলতে পারতেন শুধু ব্যাটার হিসাবে। কিন্তু ব্যাটার হিসাবে সাকিবের উপর আস্থা রাখেননি নির্বাচকরা।
সাকিবকে দলে না রাখার ইস্যুতে গাজী আশরাফ হোসেন লিপু বলেন, "সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যায় আছে, সেটা থেকে উত্তরণের জন্য পরীক্ষা দিয়েছিল। ফলাফল নেগেটিভ হওয়ায় এখন শুধু ব্যাটার হিসেবে খেলতে পারবে। সিলেকশন প্রসেসে ওর অবস্থান ছিল ব্যাটার হিসেবে। এই দলে টিম কম্বিনেশন সাজাতে গিয়ে শুধু ব্যাটার হিসেবে ১৫ জনের দলে জায়গা দিতে পারিনি।"
প্রধান নির্বাচক সরাসরি জানিয়ে দিয়েছেন তাদের পরিকল্পনায় ছিলেন না সাকিব, "বোর্ড সভাপতি বলেছেন কেউ রিটায়ার না করলে বিবেচনায় থাকবে। বোলিং অ্যাকশনের পর আমরা আর দ্বিতীয়বার ভাবিনি। আমাদের প্ল্যানিংয়ে সাকিব না থাকার কারণেই সেই ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি। আমাদের দলে থাকলে হয়ত বোর্ড থেকে আরও স্পষ্ট অবস্থান জানতে পারতাম।"
এই মুহুর্তে দলে যারা আছেন তাদের চেয়ে সাকিব পিছিয়ে আছে এমনটা বুঝিয়ে প্রধান নির্বাচক বলেন, "পাবলিকলি, এত ওপেনলি একজন লিজেন্ডারি ক্রিকেটারকে কেন দলে রাখা গেল না এটা আলোচনা করা ভালো কথা না। এ মুহূর্তে দলে যারা আছেন তারা এগিয়ে আছেন, ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছেন, আস্থা সে কারণেই।"