Image

ইমরুলদের কাছে হেরে ডিপিএল শুরু করল আবাহনী

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 11 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ইমরুলদের কাছে হেরে ডিপিএল শুরু করল আবাহনী

ইমরুলদের কাছে হেরে ডিপিএল শুরু করল আবাহনী

ইমরুলদের কাছে হেরে ডিপিএল শুরু করল আবাহনী

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে হারল অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে। আগে ব্যাট করে আবাহনীর সংগ্রহ করা ২৩৪ রান ৫ ওভার ও ৬ উইকেট হাতে রেখে টপকায় অগ্রণী ব্যাংক। সেঞ্চুরির খুব কাছে গিয়েও পারেননি ইমরুল কায়েস। অগ্রণী ব্যাংকের অধিনায়ক ইমরুল ৯৪ রানের ইনিংস খেলে দলকে এনে দেন সহজ জয়।  

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী-অগ্রণী ব্যাংক ম্যাচ দিয়ে শুরু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। নতুন আসরের শুরুর ম্যাচেই পরাজয়ের লজ্জায় ডুবল নাজমুল হোসেন শান্তর আবাহনী লিমিটেড। 

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২৩৪ রানে থামে আবাহনী লিমিটেডের ইনিংস। মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস। রান পাননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৫১ বলের ধীরগতির ইনিংসে শান্ত রান করেন কেবল ২০। আরেক অভিজ্ঞ মুমিনুল হক পান ২৭ রান। 

তবে ওপেন করতে নেমে পারভেজ হোসেন ইমন করেন ফিফটি। শেষদিকে কেউ বড় ইনিংস খেলতে না পারায় ২৩৪ রানে গুটিয়ে যায় আবাহনী। শান্তদের অল্পতে আটকে দিতে বল হাতে দুর্দান্ত ছিলেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের পেসার শহিদুল ইসলাম। ১০ ওভারে ৪৪ রান খরচায় শিকার করেন ৪ উইকেট। 

সহজ লক্ষ্য তাড়ায় নেমে ওপেনিং জুটিতেই অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের রান ৫৮। ৩৫ বলে ৩৫ করে ইমরানউজ্জামান ফিরলে ভাঙ্গে জুটি। তিনে নামা অধিনায়ক ইমরুল কায়েস এরপর সাদমান ইসলামকে নিয়ে দলের সংগ্রহ এগিয়ে নিয়ে যান। ৩ রানের জন্য ফিফটি মিস করেন সাদমান। 

ইমরুল কায়েস অবশ্য ফিফটি হাঁকিয়ে ছুটেন শতকের দিকে। তবে দল যখন জয় থেকে কেবল ৬ রানের দূরত্বে ইমরুল কায়েস উইকেট হারান ব্যক্তিগত ৯৪ রানে। সাদমানের বিদায়ের পর ইমরুলের সঙ্গী হওয়া অমিত হাসান খেলেন ৪৪ রানের ইনিংস। মাহফুজুর রহমান রাব্বি এক ওভারে এই দুই সেট ব্যাটারকে ফিরিয়ে আবাহনীর হারের ব্যবধান কমিয়েছেন। 

৪৫ ওভারেই আবাহনীর বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নেয় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।

Details Bottom
Details ad One
Details Two
Details Three