Image

'আফগানিস্তান এক দশকের মধ্যে আইসিসি টুর্নামেন্ট জিততে পারে'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
'আফগানিস্তান এক দশকের মধ্যে আইসিসি টুর্নামেন্ট জিততে পারে'

'আফগানিস্তান এক দশকের মধ্যে আইসিসি টুর্নামেন্ট জিততে পারে'

'আফগানিস্তান এক দশকের মধ্যে আইসিসি টুর্নামেন্ট জিততে পারে'

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন মনে করেন, আগামী এক দশকের মধ্যে আফগানিস্তান কোনো আইসিসি টুর্নামেন্ট জিততে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখালেও সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হার, আর অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টির কারণে ম্যাচ অসমাপ্ত থাকায় তাদের বিদায়ঘণ্টা বেজে যায়।

ডেল স্টেইন আফগান ক্রিকেটারদের খেলার ধরন নিয়ে মন্তব্য করে বলেন, "আগে খেলোয়াড়রা কাউন্টি ক্রিকেট বা প্রথম শ্রেণির ক্রিকেট খেলে নিজেদের দক্ষতা বাড়াতো। এখনকার যুগে ধৈর্য কমে গেছে। আমরা ইনস্টাগ্রাম স্টোরি পর্যন্ত ধৈর্য ধরে দেখতে পারি না, আফগানিস্তানের খেলোয়াড়দের ক্ষেত্রেও সেটাই ঘটছে। তারা সবকিছু খুব দ্রুত করতে চায়। প্রতিটি বলেই উইকেট নিতে চায়, প্রতিটি শটে ছয় মারতে চায়।"

তিনি আরও বলেন, "তাদের অনেক খেলোয়াড় বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগ খেলছে, যা আর্থিকভাবে ভালো এবং অভিজ্ঞতা অর্জনের সুযোগও দেয়। তবে ওডিআই ক্রিকেটে ভালো করতে হলে চার দিনের ম্যাচ বেশি খেলতে হবে। কারণ ওডিআই মূলত টেস্টের সংক্ষিপ্ত সংস্করণ, যেখানে টি-টোয়েন্টির কৌশলও মিশে থাকে। ধৈর্য শিখতে পারলে, আগামী দশকে তারা নিশ্চিতভাবেই আইসিসির ট্রফি জিততে পারবে।"

এদিকে, ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর আফগানিস্তানের উন্নতির প্রশংসা করলেও, তাদের ধীর শুরু এবং দুর্বল মিডল অর্ডার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, "আফগানিস্তান এখন বড় দল, তাদের জয়কে আর আপসেট বলা যায় না। তবে এত ছোট টুর্নামেন্টে ভালো শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ হারলে ফেরার সুযোগ থাকে না।"

ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রান করা ইব্রাহিম জাদরান ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন, কিন্তু সেদিক থেকে দলের বাকি ব্যাটাররা ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে, দলের সেরা ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ মাত্র ১৬ রান করেছেন পুরো টুর্নামেন্টে।

জাফর বলেন, "আমরা বলি আফগানিস্তান রান তাড়া করতে ভালো নয়। তাদের ৩, ৪, ৫ নম্বর ব্যাটারদের আরও ধারাবাহিক হতে হবে। রাহমত শাহ প্রথম ম্যাচে ৯০ করলেও ধারাবাহিকতা রাখতে পারেননি। শাহিদি আজ আটকে গিয়েছিলেন, গুরবাজ পুরো টুর্নামেন্টে অফ-ফর্মে ছিলেন। এটিই তাদের ব্যর্থতার বড় কারণ।"

আফগানিস্তানের শক্তিশালী স্পিন আক্রমণ এবং আগ্রাসী ক্রিকেট ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলেছে। যদি তারা স্টেইনের পরামর্শ মেনে ধৈর্য ধরতে শেখে এবং ব্যাটিংয়ে ধারাবাহিকতা আনে, তবে ২০৩০ সালের মধ্যে আইসিসি ট্রফি জেতার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।

Details Bottom
Details ad One
Details Two
Details Three