Image

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবে দর্শকরা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবে দর্শকরা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবে দর্শকরা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবে দর্শকরা

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা করেছে যে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর দুটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় দর্শকদের পূর্ণ টিকিট মূল্য ফেরত দেওয়া হবে।

বৃষ্টির কবলে পড়ে ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা এবং ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচগুলো এক বলও না গড়িয়ে বাতিল হয়ে যায়। এতে দর্শকদের হতাশা চরমে পৌঁছায়।

পিসিবি তাদের টিকিট ফেরতের নীতিমালা অনুযায়ী জানিয়েছে, যে ম্যাচগুলোর টস হওয়ার আগেই বাতিল হয়েছে, সেসব ম্যাচের টিকিটধারীরা সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। তবে, সাধারণ এনক্লোজারের টিকিটধারীরা এই সুবিধা পেলেও হসপিটালিটি টিকিট (বক্স ও পিসিবি গ্যালারি) কিনে থাকলে তারা ফেরত পাবেন না।

ফেরতের জন্য টিকিটধারীদের ১০ মার্চ থেকে ১৪ মার্চের মধ্যে নির্দিষ্ট টি-সিএস আউটলেটে গিয়ে মূল, অবিকৃত টিকিট জমা দিতে হবে। অন্য কারও পক্ষে টিকিট ফেরত নেওয়া যাবে না, তাই টিকিটধারীকে স্বশরীরে উপস্থিত থাকতে হবে।

এ সংক্রান্ত আরও তথ্য জানতে পিসিবির অফিসিয়াল ওয়েবসাইট অথবা টি-সিএস আউটলেটগুলোর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three