Image

সব ম্যাচ হেরেও বাংলাদেশ পেয়েছে ৫ কোটি ৭৬ লাখ টাকার প্রাইজমানি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সব ম্যাচ হেরেও বাংলাদেশ পেয়েছে ৫ কোটি ৭৬ লাখ টাকার প্রাইজমানি

সব ম্যাচ হেরেও বাংলাদেশ পেয়েছে ৫ কোটি ৭৬ লাখ টাকার প্রাইজমানি

সব ম্যাচ হেরেও বাংলাদেশ পেয়েছে ৫ কোটি ৭৬ লাখ টাকার প্রাইজমানি

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে স্কোয়াড নিয়ে দেশ ছাড়ার আগে শিরোপা জয়ের আশার কথা শুনিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিন্স ট্রফি জিতলে বাংলাদেশ দল প্রাইজমানি হিসেবে ২২ লাখ ৪০ হাজার ডলার পেত, যা টাকার হিসাবে ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার ৪২৪ টাকা। তবে ভক্ত-সমর্থকদের হতাশ করেছে টাইগাররা, পায়নি একটি জয়ও। 

পারফরম্যান্সে করুণ দশা হলেও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভালো অংকের টাকা আয় করছে বাংলাদেশ দল। শিরোপা জেতা তো দূরে, গ্রুপ পর্ব পেরিয়ে সেমিফাইনালেও উঠতে পারল না; তবুও অর্থ আয় করেই দেশে ফিরে এসেছে ক্রিকেটাররা। যা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৭৬ লাখ টাকার বেশি। 

গ্রুপে তৃতীয় হওয়া বাংলাদেশ সব মিলিয়ে টুর্নামেন্টে ৬ষ্ঠ স্থানে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ড হেরে যাওয়াতে ষষ্ঠ হয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ।

প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে ১ লাখ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৩৭ টাকা) করে। বাংলাদেশ পেতে যাচ্ছে এই অংশগ্রহণ ফি। 

আইসিসি ঘোষিত প্রাইজমানি অনুযায়ী, আট দলের এই টুর্নামেন্টে পঞ্চম ও ষষ্ঠ দল প্রাইজমানি হিসেবে পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ৪ কোটি ২৫ লাখ টাকা) করে। মানে বাংলাদেশ দলের কোষাগারে ৪ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার চলে এসেছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three