Image

কোলকাতা থেকে সরে আহমেদাবাদে আইপিএল ফাইনাল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 11 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
কোলকাতা থেকে সরে আহমেদাবাদে আইপিএল ফাইনাল

কোলকাতা থেকে সরে আহমেদাবাদে আইপিএল ফাইনাল

কোলকাতা থেকে সরে আহমেদাবাদে আইপিএল ফাইনাল

আইপিএলের প্লে-অফের সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ৭০টি উত্তেজনায় ভরা লিগ ম্যাচ শেষে এবারে নজর থাকবে প্লে-অফ পর্বের দিকে। শীর্ষ দুই দলের মধ্যকার কোয়ালিফায়ার-১ অনুষ্ঠিত হবে পাঞ্জাবের নিউ চণ্ডীগড়ের নতুন পিসিএ স্টেডিয়ামে, আগামী ২৯ মে বৃহস্পতিবার। পরদিন ৩০ মে শুক্রবার একই ভেন্যুতে হবে এলিমিনেটর।

এরপর জমজমাট কোয়ালিফায়ার-২ ও ফাইনাল আয়োজন করবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম—আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। কোয়ালিফায়ার-১-এর পরাজিত দল এবং এলিমিনেটরের জয়ী দল মুখোমুখি হবে কোয়ালিফায়ার-২-তে, যা অনুষ্ঠিত হবে ১ জুন রবিবার। এবারের ১৮তম আসরের শিরোপা নির্ধারণী ফাইনাল মাঠে গড়াবে ৩ জুন মঙ্গলবার।

উল্লেখ্য, শুরুতে প্লে-অফের চারটি ম্যাচ হওয়ার কথা ছিল হায়দরাবাদ ও কলকাতায়। কিন্তু এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিত হওয়ায় নতুন করে নির্ধারণ করা হয়েছে ভেন্যু। আবহাওয়া এবং অন্যান্য পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয় আইপিএল গভর্নিং কাউন্সিল।

এদিকে, আবহাওয়াজনিত সমস্যার কারণে বেঙ্গালুরুতে নির্ধারিত আইপিএলের ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ লখনৌতে স্থানান্তর করা হয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ‘ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে’।

বাকি লিগ ম্যাচগুলোতেও অতিরিক্ত এক ঘণ্টা সময় সংযুক্ত করা হয়েছে খেলার শর্তে, যা কার্যকর হচ্ছে ২০ মে থেকে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three