Image

আরেকটি লজ্জার পরাজয়ের খুব কাছাকাছি লিটন দাসের দল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 12 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আরেকটি লজ্জার পরাজয়ের খুব কাছাকাছি লিটন দাসের দল

আরেকটি লজ্জার পরাজয়ের খুব কাছাকাছি লিটন দাসের দল

আরেকটি লজ্জার পরাজয়ের খুব কাছাকাছি লিটন দাসের দল

শারজাহর ব্যাটিং স্বর্গেও বাংলাদেশ দেখাল অসহায়ত্ব। ৭১ রানের মধ্যে ৭ উইকেটের পতন, যেখানে হতাশা ছাড়া কিছু নেই। শেষ পর্যন্ত জাকের আলির ব্যাট চড়ে বাংলাদেশ রান করতে পারে ১৬২। যাচ্ছেতাই ব্যাটিংয়ের ফলে সংযুক্ত আরব আমিরাতের কাছে আরেকটি লজ্জার পরাজয়ের খুব কাছাকাছি লিটন দাসের দল। মাত্র ৩য় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা হায়দার আলির সামনে ডুবল বাংলাদেশের ব্যাটিং; ৭ রান খরচায় হায়দার নেন ৩ উইকেট।

শুরুতে তানজিদ হাসান তামিম, শেষদিকে জাকের আলি অনিক ছাড়া ব্যাটিংয়ে নেমে টিকে থাকার চেষ্টাতেই কমতি ছিল বাকিদের। ব্যাটিং ব্যর্থতায় আরব আমিরাতের কাছে সিরিজ হারের দুয়ারে বাংলাদেশ। বেহাল ব্যাটিংয়ে বাংলাদেশ দল গুটিয়ে গেল কোনোক্রমে একশ পেরিয়ে। মাত্র ১৬৩ রানের টার্গেট দিয়ে লিটন দাসের দল কঠিন পরীক্ষার মুখে, সিরিজটা হেরে গেলে বাংলাদেশের জন্য বড় লজ্জার। 

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই অস্বস্তিতে বাংলাদেশ। ব্যাটিংয়ের সবচেয়ে বাজে প্রদর্শনী মেলে ধরলেন। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন দ্বিতীয় টি-টোয়েন্টিতে থাকেন একাদশের বাইরে। শেষ ম্যাচে আবার ফেরানো হয় ইমনকে, তবে এবার ব্যর্থ হয়েছেন চরমভাবে। গোল্ডেন ডাকের স্বাদ পাওয়া ইমন ধ্রুভ পারাশারকে লফটেড খেলতে গিয়ে লং অফ বাউন্ডারি লাইনে ক্যাচ হন। 

লিটন দাসকে লেগ বিফোরের ফাঁদে ফেলে হায়দার আলি দখলে নেন নিজের প্রথম আন্তর্জাতিক উইকেট। শুধু লিটনকে ফিরিয়েই ক্ষান্ত হননি হায়দার, এরপর তুলে নেন তাওহীদ হৃদয়ের উইকেটও। প্রথম তিন বলে দুই উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার বিপর্যস্ত করে দেন হায়দার। তিনে নামা লিটন দাস ১০ বলে ১৪ রান করতে পারলেও তাওহীদ হৃদয় হয়েছেন ডাক। 

৩১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের রানের চাকায় গতি কমতে দেননি তানজিদ হাসান তামিম। টপ অর্ডারের বিপর্যয়ে দাঁড়িয়ে তামিম ছক্কা বৃষ্টি নামান শারজাহর মাঠে। তবে এর মাঝে আরও এক উইকেট হারায় বাংলাদেশ। এবার হায়দার আলির শিকার হন সহ-অধিনায়ক শেখ মেহেদী। ৯ বল খেলা মেহেদী নামের পাশে ২ রান করতেই হারান স্টাম্প। 

একা হাতে লড়াই চালিয়ে বেশিদূর দলকে এগিয়ে নিয়ে যেতে পারেননি তামিম। সমান ৪টি করে চার ও ছক্কায় ১৮ বলে খেলেন ৪০ রানের ক্যামিও ইনিংস। তামিমের এই রানেই বাংলাদেশের সংগ্রহটা একটু এগিয়ে যায়। তবে হায়দার আলি মুহূর্তেই ধ্বংসস্তূপ বানিয়ে দেন বাংলাদেশের শক্তিশালী ব্যাটিং অর্ডার, ৪ ওভারে মাত্র ৭ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। 

এরপর মতিউল্লাহ খান এক ওভারে শিকার করেন জোড়া উইকেট। শামীম হোসেন পাটোয়ারি ৯ রান করতে পারলেও রিশাদ হোসেন হয়েছেন ডাক। জাকের আলিকে রেখে দ্রুত বিদায় নেন তানজিম হাসান সাকিবও (৬)। শেষদিকে একা হাতে লড়াই চালিয়ে জাকের আলি অনিক দলের সংগ্রহ একশ ছাড়িয়ে নিয়ে যান। ৪১ রান করে জাকের ক্যাচ আউট হলে বাংলাদেশের ইনিংস থামে ১৬২ রানে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three