হার্ট অ্যাটাকের পাঁচ মাস পর ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল

হার্ট অ্যাটাকের পাঁচ মাস পর ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল
হার্ট অ্যাটাকের পাঁচ মাস পর ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল
তামিম ইকবাল আবার ক্রিকেটে ফিরছেন। গত মার্চে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন সময় হৃদরোগে আক্রান্ত হন তামিম। এরপর আর কোনো ম্যাচে দেখা যায়নি তাকে। ১৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে তামিমের সাথে মাঠে দেখা যাবে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদকেও।
তামিম, মাহমুদউল্লাহ ও মুশফিক তিন জনই এবার এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন। ১৪ সেপ্টেম্বর থেকে শুরু এনসিএল টি-টোয়েন্টি। দেশের তিনটি ভেন্যুতে হবে এবারের টুর্নামেন্ট। সিলেট ছাড়াও খেলা হবে বগুড়া ও রাজশাহীতে।
হার্ট অ্যাটাকের আবার খেলায় ফিরছেন তামিম ইকবাল। পাঁচ মাস পর মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এরমাঝেই টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেছেন, তামিম খেলবেন এবারের আসরে।
সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলার সময় মাঠেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তামিম ইকবাল। এরপর একাধিক পর্যায়ে চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়েছেন তিনি। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার পর সিঙ্গাপুরেও চিকিৎসা নিয়েছেন ২০২৩ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা তামিম।
আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতে চট্টগ্রামের হয়ে খেলার আগ্রহের কথা জানিয়েছেন তামিম। এদিকে এনসিএলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন মুশফিকুর রহিমও। খেলার সম্ভাবনা আছে মাহমুদউল্লাহ রিয়াদেরও।