Image

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে তাসকিন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে তাসকিন

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে তাসকিন

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে তাসকিন

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের তাসকিন আহমেদ। ২০২৪ সালে ওয়ানডে ফরম্যাটে অসাধারণ করে এই কৃতিত্ব গড়লেন তিনি। ২০২৪ সালে মাত্র ৭ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেছেন তাসকিন। তারমধ্যে শ্রীলঙ্কা সিরিজের ৩ ম্যাচে পান ৮ উইকেট। গড় ২৩.০৯। 

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশ-

সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফানে রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহীন শাহ আফ্রিদি, এএম গাজানফার, তাসকিন আহমেদ।

সাইম আইয়ুব 
২০২৪ সালেই ওয়ানডে অভিষেক হয়েছিলো পাকিস্তানি এই ব্যাটারের। ৯ ম্যাচে করেছেন ৫১৫ রান। একটি অর্ধশতক এবং তিনটি সেঞ্চুরি রয়েছে। গড় ৬৪.৪। স্ট্রাইক রেট ১০৫.৫। বল হাতে উইকেট শিকার করেছেন ও ৫ টি।
 
পাথুম নিসাঙ্কা 
২০২৪ সালে ৬৯৪ রান করেছেন লঙ্কান এই ক্রিকেটার। তার গড় ৬৩.১ এবং স্ট্রাইক রেট ১০৬.৪। নিসাঙ্কার রয়েছে ৩ টি সেঞ্চুরি। 

কেসি কার্টি
কেসি কার্টির রান ৫৬০। গড় ৬২.২ এবং স্ট্রাইক রেট ৮৮.১। নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ১১৪ বলে ১২৮ রানের ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে জয় এনে দিয়েছিলেন এই ক্রিকেটার। 

কুশল মেন্ডিস 
গত বছর ১৭ ইনিংসে ৫৩ গড়ে ৭৪২ রান করেন কুশল মেন্ডিস। তার স্ট্রাইকরেট ছিলো ৯০.৬। মেন্ডিস এই বছর একটি সেঞ্চুরি করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তার অপরাজিত ৭৪ রানের ইনিংসে ম্যাচ জিতেছিলো শ্রীলঙ্কা। 

আজমতউল্লাহ ওমরজাই
ক্যারিয়ারের সেরা অপরাজিত ১৪৯ রানের ইনিংস খেলেন আফগান এই অলরাউন্ডার। ২০২৪ সালে তার রান ৪১৭। গড় ৫২.১ এবং স্ট্রাইক রেট ১০৫.৬। তিনি উইকেট শিকার করেছেন ১৭ টি।

লিয়াম লিভিংস্টোন 
লিভিংস্টোনের গত বছরের উল্লেখযোগ্য ইনিংসের মধ্য আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ১২৪ রান। ২০২৪ এ তার রান ৫৭.২ গড়ে ২৮৬। ব্যাট করেছেন ১৩৩ স্ট্রাইক রেটে। উইকেট নিয়েছেন ৪ টি।

শেরফানে রাদারফোর্ড 
২০২৪ সালে ১০৬.৩ গড়ে ৪২৫ রান করেছেন এই ফিনিশার। সাতটির মধ্যে তিনটি অপরাজিত ইনিংস থাকায় তার গড় রান এত বেশী। স্ট্রাইক রেট ১২০.১। উইকট সংখ্যা ২ টি। গতবছর সর্বোচ্চ ২৩ টি ছক্কা মেরেছেন তিনি।

ওয়ানিন্দু হাসরাঙ্গা
ব্যাটিংয়ে ব্যর্থ হলেও বোলিংয়ে দুর্দান্ত করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১৭.৪ গড়ে ব্যাট হাতে মাত্র ৮৭ রান করেছেন তিনি। তবে বল হাতে ৫.৪ ইকোনমিতে উইকেট নিয়েছেন ২৬ টি।

শাহীন শাহ আফ্রিদি
অন্য ফরম্যাট খুব একটা ভালো না গেলেও ওয়ানডেতে বেশ ভালো বোলিং করেছেন শাহীন আফ্রিদি। ৫.১ ইকোনমিতে নিয়েছেন ১৫ উইকেট। তিনি তার ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে কমপক্ষে দুটি উইকেট নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেন ৪৭ রানে ৪ উইকেট।

আল্লাহ গাজানফর 
গতবছর বাংলাদেশের বিপক্ষে ২৬ রানে ৬ উইকেট শিকার করেছিলেন আফগান এই মিষ্ট্রি স্পিনার। ১৮ বছর বয়সী এই বোলার ৪.১ ইকোনমিতে ২০২৪ এ উইকেট নিয়েছেন ২১ টি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three