Image

বিপিএল শেষ সিলেটের রাহকিম কর্নওয়ালের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএল শেষ সিলেটের রাহকিম কর্নওয়ালের

বিপিএল শেষ সিলেটের রাহকিম কর্নওয়ালের

বিপিএল শেষ সিলেটের রাহকিম কর্নওয়ালের

মাত্র ৩ ম্যাচ খেলতেই ২০২৫ বিপিএল শেষ রাহকিম কর্নওয়ালের। ইনজুরির কারণে কর্নওয়াল বিপিএলের মাঝপথে ছাড়লেন বাংলাদেশ। সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে এই আসরে আর মাঠে দেখা যাবে না উইন্ডিজের এই তারকা অলরাউন্ডারকে। 

সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে রাহকিম কর্নওয়ালের এক ভিডিও প্রকাশ করে জানিয়েছে, তার ছিটকে যাওয়া ও বাংলাদেশ ছাড়ার খবর।

ক্যাপশনে লেখা,‘ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ- রাকিম কর্নওয়াল চোটের কারণে বিপিএল ছাড়ছেন।’ আর ভিডিও বার্তায় কর্নওয়াল বলেন, ‘বিদায় বাংলাদেশ। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সিলেটে।’

এবারের বিপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলা সিলেট স্ট্রাইকার্স জয় পেয়েছে কেবল দু'টিতে। আর রাহকিম কর্নওয়াল ম্যাচ খেলার সুযোগ পান ৩টি। যেখানে ব্যাট হাতে আলো ছড়াতে ব্যর্থ হন এই ওপেনার। ৩ ম্যাচে নেমে রান করতে পারেন কেবল ২২ (১৮, ০, ৪)। বল হাতে অবশ্য শিকার করেছেন মোট ৪ উইকেট। 

প্রথম ম্যাচে নেমে ১২ বলে ১৮ রান করতে পারলেও ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে পেয়েছেন গোল্ডেন ডাকের স্বাদ। সবশেষ ১২ জানুয়ারি খুলনা টাইগার্সের বিরুদ্ধে ৫ বলে ৪ করে আউট হয়েছেন। সিলেট পর্বের শেষ ম্যাচে জায়গা পাননি সেরা একাদশে। পরদিনই জানা গেল কর্নওয়ালের বিপিএল অধ্যায় শেষ হওয়ার সংবাদ। 

Details Bottom