Image

শচীন টেন্ডুলকারের প্রশংসায় ভাসছে আফগানিস্তান ও ইব্রাহিম জাদরান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শচীন টেন্ডুলকারের প্রশংসায় ভাসছে আফগানিস্তান ও ইব্রাহিম জাদরান

শচীন টেন্ডুলকারের প্রশংসায় ভাসছে আফগানিস্তান ও ইব্রাহিম জাদরান

শচীন টেন্ডুলকারের প্রশংসায় ভাসছে আফগানিস্তান ও ইব্রাহিম জাদরান

ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে ক্রিকেট বিশ্বকে আবারও চমকে দিয়েছে আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে তারকা ব্যাটার ইব্রাহিম জাদরানের রেকর্ড গড়া ইনিংস এবং আজমতউল্লাহ ওমরজাইয়ের বিধ্বংসী বোলিং ইংল্যান্ডের বিপক্ষে আট রানের শ্বাসরুদ্ধকর জয় এনে দিয়েছে দলকে।

এই জয়ে মুগ্ধ হয়ে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার আফগানিস্তানের প্রশংসা করে টুইট করেন, "আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক উত্থান অনুপ্রেরণাদায়ক! এখন আর তাদের জয়কে অঘটন বলা যায় না, তারা এটি অভ্যাসে পরিণত করেছে।"

শুধু তাই নয়, ইব্রাহিম জাদরান ও আজমতউল্লাহ ওমরজাইয়ের প্রসংশা করেছেন এই কিংবদন্তী। শচীনের এই প্রশংসার উত্তরে প্লেয়ার অব দ্য ম্যাচ ইব্রাহিম জাদরান টুইট করে বলেন, যিনি গোটা বিশ্বের প্রজন্মকে ব্যাট হাতে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, তার কাছ থেকে এমন প্রশংসা পাওয়া সত্যিই গর্বের!"

বুধবার অনুষ্ঠিত এই ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করে ৩২৫/৭ রান সংগ্রহ করে। দলের হয়ে ইব্রাহিম জাদরান ১৭৭ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন, যা আফগানিস্তানের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। অন্যদিকে ওমরজাই শিকার করেন ৫ উইকেট। ইংল্যান্ডের হয়ে জো রুটের সেঞ্চুরি সত্ত্বেও, আজমাতউল্লাহ ওমরজাইয়ের পাঁচ উইকেট শিকার ম্যাচের পার্থক্য গড়ে দেয় এবং আফগানিস্তান তাদের ঐতিহাসিক জয় নিশ্চিত করে।

আফগানিস্তানের এই জয় তাদের ক্রমাগত উন্নতির সাক্ষ্য বহন করে। বিশ্ব ক্রিকেটে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছে দলটি। এখন প্রশ্ন হচ্ছে, এই ধারাবাহিকতা বজায় রেখে তারা কি ভবিষ্যতে বড় কোনো শিরোপা জিততে পারবে?

Details Bottom
Details ad One
Details Two
Details Three