Image

ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রেহান আহমেদ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রেহান আহমেদ

ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রেহান আহমেদ

ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রেহান আহমেদ

ইংল্যান্ডের অলরাউন্ডার ব্রাইডন কার্স চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন। বাম পায়ের আঙুলের চোট পুনরায় ফিরে আসায় তিনি আর খেলতে পারবেন না। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে লেগ-স্পিনার রেহান আহমেদকে।

কার্স অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ম্যাচে খেলেছিলেন, যেখানে তিনি ব্যাট হাতে ৮ রান করেন এবং বল হাতে ৭ ওভারে ৬৯ রান দিয়ে ১ উইকেট নেন। তবে এরপরই চোট গুরুতর হয়ে ওঠে, ফলে তাকে বাদ দিতে হয়।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের বিপক্ষে সিরিজে কার্স চারটি টি-টোয়েন্টি খেললেও একমাত্র প্রথম ওয়ানডেতেই সুযোগ পান। এরপর কটকে দ্বিতীয় ওয়ানডেতে তাকে জেমি ওভারটনের সঙ্গে পরিবর্তন করা হয়, যেখানে ওভারটন দুই উইকেট নেন।

আগামী ২৬ ফেব্রুয়ারি ইংল্যান্ডের সামনে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ বি-তে বাঁচা-মরার লড়াই। এই ম্যাচে স্পিন-সহায়ক কন্ডিশনের কারণে রেহান আহমেদ দলে সুযোগ পেয়েছেন।

সেমিফাইনালে যেতে হলে ইংল্যান্ডকে এখন আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততেই হবে। কার্সের চোট দলে বড় ধাক্কা দিলেও, দল ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী।

Details Bottom
Details ad One
Details Two
Details Three