যে কারণে বাদ লিটন দাস
যে কারণে বাদ লিটন দাস
যে কারণে বাদ লিটন দাস
লিটন দাসকে বাদ দিয়ে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লম্বা সময় ধরে অফ ফর্মের কারণেই মূলত বাদ পড়লেন লিটন, ওয়ানডে ক্রিকেটে সবশেষ ফিফটি হাঁকান সময়ের হিসেবে ১৫ মাস, ১৩ ইনিংস আগে। আজ বিসিবিতে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন লিটনের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকার কারণ।
ওয়ানডেতে শেষ এক বছরে লিটন দাসের ব্যাট হাসেনি। বিবর্ণ লিটন ৫ ইনিংসে রান করেছেন মোটে ৬। এর মাঝে ৩ টিতেই পান ডাকের স্বাদ। লিটনের ব্যাট থেকে ৫০ ওভারের ফরম্যাটে সবশেষ ফিফটি আসে ২০২৩ সালের অক্টোবরে, বিশ্বকাপের সেই ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলেছিলেন ৬৬ রানের ইনিংস।
জাতীয় দলের বাইরে চলমান বিপিএলেও খারাপ ফর্ম যাচ্ছিল লিটনের। সবশেষ ম্যাচে যদিও ৭৩ রানের ইনিংস খেলে দলকে বড় রান এনে দিয়েছিলেন, ১০ চারের সঙ্গে তার ব্যাট থেকে আসে ১ ছয়। তবে এর আগে টানা তিন ইনিংসে আউট হয়েছেন এক অংকে
১৫ সদস্যের স্কোয়াডে ওপেনার, উইকেটকিপার লিটন দাসকে বাইরে রাখা হলেও ব্যাকআপ উইকেটকিপার স্কোয়াডে পারভেজ হোসেন ইমন। এখন পর্যন্ত ৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেললেও পারভেজ ইমনের ওয়ানডে অভিষেক হয়নি। অভিষেকের অপেক্ষায় থাকা ইমনকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে যাবে টাইগাররা। তবে কোনো কারণ দেখানো ছাড়াই আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন আনা যাবে দলে।
তামিম ইকবাল দুই দিন আগে জানালেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের প্রাথমিক দলে সাকিব আল হাসানের না থাকাও নিশ্চিতই হয়ে যায় আগেরদিন। এবার লিটন দাস আর শরিফুল ইসলামও স্কোয়াডে জায়গা পাননি।
বাংলাদেশের ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।