৭ রানের রোমাঞ্চকর জয় ফরচুন বরিশালের
৭ রানের রোমাঞ্চকর জয় ফরচুন বরিশালের
৭ রানের রোমাঞ্চকর জয় ফরচুন বরিশালের
বিপিএলের চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচটা জয়ে রাঙাল ফরচুন বরিশাল। শেষ ওভারের নাটকীয়তাই ৭ রানের পরাজয় মানতে হয়েছে খুলনা টাইগার্সকে। ৬ ছক্কা ও ৪ চারে ৭৭ রানের ইনিংসে নাইম থামলে নিশ্চিত হয়ে যায় খুলনার হার। ৮ ম্যাচ খেলা বরিশাল ৬ জয় নিয়ে উঠে এল পয়েন্ট টেবিলের দুই নম্বরে।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে বরিশাল ক্যাপ্টেন তামিম ইকবাল, তিনে নামা ডেভিড মালান হয়েছেন গোল্ডেন ডাকের শিকার। খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ শুরুতেই বিপর্যয়ে ঠেলে দেন ফরচুন বরিশালকে।
৫ রান করা মুশফিকুর রহিম দুর্ভাগ্যজনক ভাবে রান আউটে নেন বিদায়। টিকে যাওয়া ওপেনার তাওহীদ হৃদয় তখন সঙ্গী হিসেবে পান মাহমুদউল্লাহ রিয়াদকে। এই দুইয়ে মিলেই বরিশালের রানের চাকায় গতি বাড়ান। তবে মিরাজ ফের বল হাতে অ্যাকশনে আসতেই উইকেট যায় ৩০ বলে ৩৬ করা তাওহীদ হৃদয়ের।
বরিশালের মিডল অর্ডারের দুই ফরেন রিক্রুট মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ এদিন অবশ্য দলকে স্বস্তি দিতে পারেননি। যথাক্রমে ১ ও ৯ রানে তারা প্যাভিলিয়নে ফিরে যান দ্রুত। টপ অর্ডার, মিডল অর্ডারের ব্যর্থতা একা হাতে সামলে নেন মাহমুদউল্লাহ।
দারুণ ব্যাটিংয়ে ৪৪ বলে ফিফটিতে পৌঁছান অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু পরেই বলেই জিয়াউর রহমানের ডেলিভারিতে হারান উইকেট। ইনিংস শেষের দুই ওভার বাকি থাকতে রিয়াদ ফিরলেও আগ্রাসী ব্যাট করে যাওয়া রিশাদ বরিশালের সংগ্রহ টেনে নিয়ে যান ১৬৭ তে। মাত্র ১৯ বলে রিশাদ হোসেন খেললেন ৩৯ রানের ক্যামিও।
বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ইমরুল কায়েসের উইকেট হারায় খুলনা টাইগার্স। এরপর মিরাজ নেমে দারুণভাবে সঙ্গ দেন মোহাম্মদ নাইম শেখকে। ৫৯ রানের এই জুটি ভেঙে মোহাম্মদ নবী গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে মোহাম্মদ নবী।
মোহাম্মদ নাইম শেখ শেষ পর্যন্ত চেষ্টা করেও জেতাতে পারলেন না দলকে।