Image

আমার দলের ১৫ জন খেলোয়াড়ই পাকিস্তানের অধিনায়ক: রিজওয়ান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আমার দলের ১৫ জন খেলোয়াড়ই পাকিস্তানের অধিনায়ক: রিজওয়ান

আমার দলের ১৫ জন খেলোয়াড়ই পাকিস্তানের অধিনায়ক: রিজওয়ান

আমার দলের ১৫ জন খেলোয়াড়ই পাকিস্তানের অধিনায়ক: রিজওয়ান

আগামীকাল ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠছে এবারের চ্যাম্পিয়নস ট্রফির। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ঘরের মাঠের টুর্নামেন্ট বলে বড় আশা করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কয়েকদিন আগেই ত্রিদেশীয় সিরিজে ফাইনালসহ ২টি ম্যাচে পরাজিত হয়েছে পাকিস্তান। দুই ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছে নিউজিল্যান্ড। 

টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এসে পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেন, "আমার দলের ১৫ জন খেলোয়াড়ের সবাই পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক''।

''আমার ১৫ জন খেলোয়াড়ই দলের অধিনায়কের মতো। আমি টসের জন্য সামনে এসেছি, কিন্তু সবাই গুরুত্বপূর্ণ। আমরা যখন মাঠে আসি, তখন আমরা সবাই এক।'' 

"প্রতিটি খেলোয়াড়ই এই শিরোপাটির জন্য মরিয়া। এবং কীভাবে জিততে হয় তা নির্ধারণ করার জন্য আমরা যা যা করতে পারি তা করছি। আমার মনে হয় না কোন দেশ আমাদের মতো কঠোর পরিশ্রম করে।"

দীর্ঘ আট বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল ৩টায়। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বলে সহজ হিসেবে ফেভারিট পাকিস্তান। 

পাকিস্তান তাদের প্রথম ম্যাচে আপেক্ষিক আন্ডারডগ হিসেবে খেলবে। ব্ল্যাক ক্যাপসরা সম্প্রতি পাকিস্তানে অপরাজিত থেকে জিতেছে ত্রিদেশীয় সিরিজ। পাকিস্তানকে মিচেল স্যান্টনারের দল হারিয়েছে দুইবার। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three