সাত ইনিংস আর ৮৬ বল পর অবশেষে ছক্কার দেখা পেলেন অধিনায়ক
৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন
প্রকাশ: 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
মুশফিকের প্রথম টেস্টে সতীর্থ, শততম টেস্টে কোচ আশরাফুল
-
2
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন ম্যাট হেনরি, টিকনার থাকছেন দলে
-
3
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে বড় হার বাংলাদেশের
-
4
বলবয় থেকে ব্যাটিং কোচ: আশরাফুলের ফিল সিমন্সের সঙ্গে ২৫ বছরের সম্পর্ক
-
5
ফিরে আসার গল্প: ব্যাট হাতে নয়, এবার কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুল
সাত ইনিংস আর ৮৬ বল পর অবশেষে ছক্কার দেখা পেলেন অধিনায়ক
সাত ইনিংস আর ৮৬ বল পর অবশেষে ছক্কার দেখা পেলেন অধিনায়ক
টি-টোয়েন্টি ক্রিকেটে ফিনিশারের মূল কাজই হলো চাপের সময়ে এসে বড় শট খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া। বাংলাদেশ দলে সেই ভূমিকায় সবচেয়ে বেশি আলোচনা হয় অধিনায়ক জাকের আলীর নাম। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে তার পারফরম্যান্স নিয়ে ছিল বিস্তর প্রশ্ন। একের পর এক ম্যাচ কেটে যাচ্ছিল, অথচ ফিনিশারের স্বাভাবিক বৈশিষ্ট্য ছক্কা মারার দেখা মিলছিল না তার ব্যাটে।
অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন জাকের। টানা ৭ ইনিংস ও ৮৬ বল ছক্কাহীন থাকার পর আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শারজায় ছক্কা হাঁকালেন তিনি। শুধু তাই নয়, চাপের মুহূর্তে খেলে গেলেন কার্যকর ইনিংস।
শুক্রবার বাংলাদেশ ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৪ রানের মধ্যেই হারায় টপ অর্ডারের তিন উইকেট। সেখানেই সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক। শামীম হোসেনের সঙ্গে ৫৬ রানের জুটি গড়ে ম্যাচে ফেরান দলকে। শেষ পর্যন্ত ২৫ বলে ৩৩ রানের ইনিংস খেলে দলের জয়ে রাখেন বড় অবদান। বাংলাদেশ ম্যাচ জেতে ৫ বল হাতে রেখে।
এই ম্যাচেই ছক্কার খরা ভাঙেন জাকের। নবম ওভারে মোহাম্মদ নবীর বল গ্যালারিতে পাঠিয়ে পান দীর্ঘ প্রতীক্ষিত স্বস্তি। এর আগে তার শেষ ছক্কাটি এসেছিল ৩ সেপ্টেম্বর, সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচ মিলিয়ে ৭ ইনিংস ছক্কাহীন ছিলেন তিনি।
শুক্রবার দুটি ছক্কা মেরে জাকেরের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কার সংখ্যা এখন ৪০টি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে যা ষষ্ঠ সর্বোচ্চ।
তাই ভক্তরা আশা করতেই পারে, এই ইনিংস জাকেরকে শুধু ছক্কার খরা থেকে মুক্ত করেনি, বরং ফিনিশার হিসেবে আত্মবিশ্বাসও ফিরিয়ে দিয়েছে।
