অধিনায়ক বদলে ৮০ রানে অলআউট রাজশাহী, ১১১ রানে জিতল চিটাগং কিংস
অধিনায়ক বদলে ৮০ রানে অলআউট রাজশাহী, ১১১ রানে জিতল চিটাগং কিংস
অধিনায়ক বদলে ৮০ রানে অলআউট রাজশাহী, ১১১ রানে জিতল চিটাগং কিংস
চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচের আগে দুর্বার রাজশাহীর অধিনায়ক পরিবর্তন। এনামুল হক বিজয়ের নেতৃত্বে বিপিএলে আট ম্যাচ খেলা দুর্বার রাজশাহী আজ ম্যাচে নামে তাসকিনের অধিনায়কত্বে। প্রভাব পড়ল ম্যাচে, ৮০ রানে অলআউট হয়ে রাজশাহীর ১১১ রানের বড় পরাজয়।
বিপিএলের মাঝপথে অধিনায়ক পরিবর্তন করে আরও বিপাকে রাজশাহী। চিটাগং কিংসের দেওয়া ১৯২ রানের টার্গেট টপকাতে নেমে মাত্র ৮০ রানেই গুটিয়ে গেছে দলটি। তাসকিন আহমেদের অধিনায়কত্বে ১১১ রানের বড় পরাজয়ের লজ্জা। এই বিপিএল সংস্করণে রাজশাহী এ নিয়ে তিন বার ১০০ রানের বেশি ব্যবধানে ম্যাচ হেরেছে।
আগের ম্যাচে অধিনায়ক থাকা এনামুল বিজয় ৫৭ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন, ৫ ছক্কার সঙ্গে বাউন্ডারি মেরেছেন ৯টি। দুর্বার ব্যাটিংয়ে দলকে জয় এনে দিতে না পারলেও এনামুলের নেতৃত্বে প্রথম ৭ ম্যাচে ৩টিতে জয় পায় রাজশাহী।
আজ তারা চিটগং কিংসের কাছে রীতিমতো উড়ে গেল সাগরিকার মাঠে। মাত্র ৮০ রানে অলআউট হয়ে রাজশাহীর অধিনায়ক হিসেবে তাসকিনের যাত্রা। ১৪.২ ওভারে অলআউট হওয়া রাজশাহীর কেবল দুই ব্যাটার পৌঁছাতে পারেন দুই অংকের ঘরে। এর মাঝে সর্বোচ্চ ২১ রানের ইনিংস বিজয়ের খেলা।
এর আগে অবশ্য বল হাতে তাসকিন আহমেদ ভালো করলেও বাকিদের বিপর্যয়ে ২০ ওভারে চিটাগং কিংস পায় ১৯১ রানের সংগ্রহ। ৪ ওভারে মাত্র ২৩ রান খরচায় তাসকিন শিকার করেন জোড়া উইকেট। স্বাগতিকদের ব্যাটিং ইনিংসে নাইম ইসলাম ওপেন করতে নেমে তুলে নেন ফিফটি।