Image

আবারও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট কিশোর শ্যালো

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আবারও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট কিশোর শ্যালো

আবারও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট কিশোর শ্যালো

আবারও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট কিশোর শ্যালো

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডঃ কিশোর শ্যালো। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদের জন্য তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। একইভাবে, ভাইস প্রেসিডেন্ট আজিম বাসারাথও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন।

নতুন কার্যকাল ২৯ মার্চ, ২০২৫ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তখন অ্যান্টিগায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এটি পরপর দ্বিতীয়বার শ্যালো কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। যা তার নেতৃত্বের প্রতি আঞ্চলিক ক্রিকেট মহলের আস্থা ও সমর্থনকে প্রতিফলিত করে।

ত্রিনিদাদ ও টোবাগো ক্রিকেট বোর্ড এবং লিউয়ার্ড আইল্যান্ডস ক্রিকেট বোর্ড তাকে প্রেসিডেন্ট পদে মনোনীত করে। অন্যদিকে, ভাইস প্রেসিডেন্ট বাসারাথের মনোনয়ন আসে জ্যামাইকা ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং উইন্ডওয়ার্ড আইল্যান্ডস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। 

নির্বাচনের পর শ্যালো বলেন, "বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হওয়া আমাদের নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গির প্রতি শক্তিশালী সমর্থনের প্রতিফলন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে এগিয়ে নিতে আমরা একসঙ্গে কাজ করছি, এবং এই অগ্রগতি অব্যাহত রাখতে হবে।"

তিনি আরও বলেন, "আমি সম্পূর্ণভাবে জানি যে এই দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ, এবং আমি সর্বোচ্চ পেশাদারিত্ব ও সুশাসন বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমার মনোনয়নের জন্য ধন্যবাদ জানাই, পাশাপাশি আমাদের সকল অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।"

বাসারাথও এই আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, " ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করা একটি সম্মানের বিষয়। আমাদের ক্রিকেটের উন্নতির জন্য আমরা যে কঠোর পরিশ্রম করছি, তা অব্যাহত রাখতে চাই।"

২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন গ্রহণের সময়সীমা ছিল, এবং ওই দিনই শ্যালো ও বাসারাথের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া নিশ্চিত হয়। এখন তাদের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে আরও শক্তিশালী করা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three