তাসকিনের চোখে আন্তর্জাতিক লিগ, মুস্তাফিজ ও রিশাদের প্রশংসা

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
তাসকিনের চোখে আন্তর্জাতিক লিগ, মুস্তাফিজ ও রিশাদের প্রশংসা

তাসকিনের চোখে আন্তর্জাতিক লিগ, মুস্তাফিজ ও রিশাদের প্রশংসা

তাসকিনের চোখে আন্তর্জাতিক লিগ, মুস্তাফিজ ও রিশাদের প্রশংসা

আইএল টি-টোয়েন্টি থেকে দেশে ফিরেই সিলেটে দলের সঙ্গে যোগ দিয়েছেন তাসকিন আহমেদ। দলের অনুশীলনে যোগ দিয়ে তিনি খেলোয়াড়ি জীবন, আন্তর্জাতিক লিগের অভিজ্ঞতা এবং সামনে আসা বিপিএল ও বিশ্বকাপ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেছেন। দেশের বাইরে খেলার বিভিন্ন দিক নিয়ে তার প্রতিক্রিয়া ছিল উচ্ছ্বাসপূর্ণ।

আইএল টি-টোয়েন্টিতে নিজের পারফরম্যান্স নিয়ে তাসকিন বলেন, "ভালো খেলার কোনো শেষ নেই। তবে যা হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টি খেললাম। আমরা ৩ জন বাংলাদেশের ছিলাম, রিশাদ বিগ ব্যাশ খেলছে। মোস্তাফিজ অনেক ভালো করেছে, আমিও মোটামুটি ভালো করেছি, রিশাদও ভালো করছে। এখন আবার বিপিএলে খেলা আছে, সামনে বিশ্বকাপ। এই অভিজ্ঞতাগুলো আশা করি বিশ্বকাপে কাজে লাগবে।"

তিনি আরো ব্যাখ্যা করেছেন, কেন দেশের বাইরে ফ্র‍্যাঞ্চাইজি লিগে খেলা ক্রিকেটারদের জন্য এত গুরুত্বপূর্ণ। তাসকিন বলেছেন, "ভিন্ন ভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করার থেকে অনেককিছু শেখার আছে। অনেক ধরনের কোচ থাকে, সবাই সবার অভিজ্ঞতা ভাগাভাগি করে, যেটা নিজের ক্রিকেটের উন্নতিতে অনেক কাজে আসে। বোর্ডকে ধন্যবাদ, তারা আমাদের এনওসি দেয়া শুরু করেছে। এটা আমাদের দেশের জন্য ভবিষ্যতে অনেক ভালো কিছু হবে আশা করি।"

অস্ট্রেলিয়ায় হোবার্ট হারিকেন্সের হয়ে খেলতে থাকা রিশাদের পারফরম্যান্স নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন তাসকিন। তিনি বলেন, "রিশাদের গুগলিটা ভালো হচ্ছে৷ শুরুর দিকে ওর গুগলিটা অত ভালো ছিল না। অস্ট্রেলিয়ার কন্ডিশনে ওর বল ঘুরছে, এটা খুবই ইতিবাচক একটা দিক।"

আইপিএল নিলামে মোস্তাফিজের উচ্চ দামের প্রসঙ্গে তাসকিনের মন্তব্য ছিল স্পষ্ট এবং প্রশংসাসূচক। তিনি বলেন, "মোস্তাফিজ বিশ্বক্রিকেটে প্রমাণিত একজন ক্রিকেটার। ও যদি ৯ কোটির জায়গায় ১৮ কোটিতে বিক্রি হতো, সেটাতেও অবাক হওয়ার কিছু নেই। কারণ ও এটা পাওয়ার যোগ্য। আইপিএলে অনেক ম্যাচ ভালো খেলেছে, আইএল টি-টোয়েন্টিতে তো দুর্দান্ত খেলেছে। এটা অবাক হওয়ার মতো কিছু না।"