ক্যাপ্টেন স্টিভ স্মিথ দুবাইয়ে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে যোগ দিলেন
ক্যাপ্টেন স্টিভ স্মিথ দুবাইয়ে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে যোগ দিলেন
ক্যাপ্টেন স্টিভ স্মিথ দুবাইয়ে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে যোগ দিলেন
স্টিভ স্মিথ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে অস্ট্রেলিয়ান স্কোয়াডে যোগ দিতে প্রস্তুত, ক্রিকেট অস্ট্রেলিয়া সোমবার নিশ্চিত করেছে। শ্রীলঙ্কা সফরের আগে দুবাইয়ে অস্ট্রেলিয়ার টেস্ট দলের সঙ্গে অনুশীলন সেশনে যোগ দেওয়ার জন্য ছাড়পত্র পেয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেও গেছেন ক্যাপ্টেন স্মিথ।
চোটমুক্ত স্টিভ স্মিথ, খেলতে পারবেন শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে। ব্যক্তিগত কারণে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স সরে যাওয়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে অধিনায়কের দায়িত্ব পান স্মিথ। এরমাঝেই বিগ ব্যাশ খেলার সময় ডান হাতের কনুইয়ে চোট পেয়ে বসেন।
স্মিথের টেস্ট সিরিজে খেলা নিয়ে জল্পনা শুরু হয়। তবে এখন তিনি সুস্থ বলে জানিয়েছেন নির্বাচকরা। প্রথম টেস্ট শুরু হবে ২৯ জানুয়ারি। দ্বিতীয় টেস্ট ৬ ফেব্রুয়ারি থেকে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন দুটি ম্যাচই হবে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে।
টেস্ট দলে পুনরায় যোগদানের জন্য মিডল-অর্ডার ব্যাটার স্মিথ একটি বিশেষজ্ঞ মেডিকেল পর্যালোচনার মধ্য দিয়ে গেছেন এবং দুই ম্যাচের সিরিজের জন্য প্রস্তুতি শুরু করতে দুবাই ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।
শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজে কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্মিথ। এর আগে নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে তিন সংস্করণ মিলিয়ে ১২ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন।
অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড-
স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), জশ ইংলিস (উইকেটকিপার), ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, কুপার কনোলি, স্যাম কনস্টাস, নাথান ম্যাকসুয়েনি, টড মার্ফি, বো ওয়েবস্টার, মারনাস লাবুশেইন, নাথান লায়ন, উসমান খাজা ও ম্যাট কুনেমান।