আনরিখ নরকিয়ার জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে করবিন বশ
-
1
অ্যাশেজের বাকি দুই টেস্টে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার, নেই কামিন্স-লায়ন
-
2
এক ওভারে পাঁচ উইকেট: টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়লেন ইন্দোনেশিয়ার প্রিয়ানদানা
-
3
রশিদ খানের বুলেটপ্রুফ জীবন: নিজের দেশে খেলতে না পারার গল্প
-
4
ভারতের বিপক্ষে সিরিজের জন্য নিউজিল্যান্ড দলে প্রথমবার ডাক জেডেন লেনক্সের
-
5
সিলেট টাইটান্সের নতুন আশা, এবার কিন্তু অইজিবো মানসিকতা
আনরিখ নরকিয়ার জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে করবিন বশ
আনরিখ নরকিয়ার জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে করবিন বশ
দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে ছিটকে গিয়েছিলেন পেসার আনরিখ নরকিয়া। এবার এই পেসারের পরিবর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে খেলবে তার নাম জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টি-টোয়েন্টি অসাধারণ বোলিং করে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা করে নিয়েছেন করবিন বশ।
করবিন বশ আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন মাত্র ১ টি। সেটিও পাকিস্তানের ই বিপক্ষে। গত ডিসেম্বরে অনুষ্ঠিত তার একমাত্র ম্যাচে ৯ ওভার বোলিং করে ৬৯ রান খরচে মাত্র এক উইকেট নেন বশ। সাথে ব্যাট হাতে করেছিলেন অপরাজিত ৪০ রান।
তবে সদ্য শেষ হওয়া এসএ টি-টোয়েন্টি তে দুর্দান্ত বোলিং করেছেন করবিন বশ। এমআই কেপ টাউনের হয়ে ৮ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। দলটি চ্যাম্পিয়ন হয়েছে টুর্নামেন্টে। রিজার্ভ হিসাবে রাখা হয়েছে কোয়েনা মাফাকাকে।
শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয় ক্রিদেশীয় সিরিজেও থাকছেন করবিন বশ। তাই রবিবার ই পাকিস্তানে আসার কথা রয়েছে এই ক্রিকেটারের। চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে। ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ও ১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে খেলবে প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড-
টেম্বা বাভুমা (অধিনায়ক), করবিন বশ, টনি ডি জর্জি, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন, তাব্রাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, রাসি ভ্যান ডার ডুসেন।
