বিপিএলে প্রাইজমানি বাড়ল, ফাইনাল শেষে কারা পাবে কত টাকা
![বিপিএলে প্রাইজমানি বাড়ল, ফাইনাল শেষে কারা পাবে কত টাকা](https://cricket97.com/public/storage/upload/news/original/85a72a8b-31e1-4e5d-a169-cb1bb57ec2a8.webp)
বিপিএলে প্রাইজমানি বাড়ল, ফাইনাল শেষে কারা পাবে কত টাকা
বিপিএলে প্রাইজমানি বাড়ল, ফাইনাল শেষে কারা পাবে কত টাকা
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। জানা যাবে কারা হাসবে বিপিএলের একাদশ আসরের শেষ হাসি। তার আগে জেনে নিন ফাইনালে বিজয়ী দল আর্থিক পুরস্কার হিসেবে কত টাকা পাবে? এবারের বিপিএল চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি ৫০ লাখ টাকা। রানার্সআপ পাবে ১ কোটি ৫০ লাখ।
আগের দশ আসরের বিপিএলের চেয়ে এবার প্রাইজমানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ২০২৫ বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি ৫০ লাখ টাকা। রানার্সআপ পাবে ১ কোটি ৫০ লাখ। এছাড়া প্লে-অফ পর্বে উঠে বাদ পড়া দুই দলও প্রাইজমানি পাবে।
গত আসরে চ্যাম্পিয়ন হয়ে ফরচুন বরিশাল পেয়েছিল ২ কোটি টাকার প্রাইজমানি। রানার্সআপ কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছিল ১ কোটি টাকা। এবার টাকার অংক বেড়েছে ৫০ লাখ করে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের প্রাইজমানি বাড়ানোর সাথে এসেছে আরও এক চমকপ্রদ সংবাদ। প্লে-অফে জায়গা পাওয়া চার দলই পাবে অর্থ পুরস্কার।
৪০ লাখ টাকার অর্থ পুরস্কার পাবে এলিমিনেটর ম্যাচ থেকে ছিটকে যাওয়া দল রংপুর রাইডার্স। আর দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে বাদ পড়া খুলনা টাইগার্স পাবে ৬০ লাখ টাকা। এছাড়া প্লেয়ার অব দ্য টুর্নামেন্টকে দেওয়া হবে ১০ লাখ টাকা। ফাইনালসেরা খেলোয়াড় পাবে ৫ লাখ।
২০২৫ বিপিএলের প্রাইজমানি-
চ্যাম্পিয়ন্স দল- ২ কোটি ৫০ লাখ টাকা
রানার্সআপ দল- ১ কোটি ৫০ লাখ
তৃতীয় দল- ৬০ লাখ
চতুর্থ দল- ৪০ লাখ
প্লেয়ার অব দ্য ফাইনাল- ৫ লাখ
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট- ১০ লাখ
সর্বোচ্চ রান সংগ্রাহক- ৫ লাখ
সর্বোচ্চ উইকেট সংগ্রাহক- ৫ লাখ
ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট- ৩ লাখ
সেরা ফিল্ডার- ৩ লাখ