Image

জার্সিতে পাকিস্তানের নাম বিতর্ক, আইসিসির নিয়ম মানবে ভারতীয় বোর্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জার্সিতে পাকিস্তানের নাম বিতর্ক, আইসিসির নিয়ম মানবে ভারতীয় বোর্ড

জার্সিতে পাকিস্তানের নাম বিতর্ক, আইসিসির নিয়ম মানবে ভারতীয় বোর্ড

জার্সিতে পাকিস্তানের নাম বিতর্ক, আইসিসির নিয়ম মানবে ভারতীয় বোর্ড

বিসিসিআই নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসির দেয়া নির্দেশনা মেনে ভারতের জার্সি প্রস্তুত করা হবে। অর্থাৎ ভারতীয় জার্সিতে আইসিসির অফিসিয়াল লোগো থাকবে, যার মধ্যে পাকিস্তানের নাম রয়েছে।

ভারতীয় জার্সি এবং চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো নিয়ে বিতর্কের অবসান ঘটাতে ক্রিকবাজকে বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া বলেন, "আইসিসির নির্দেশিকা যাই হোক না কেন আমরা তা অনুসরণ করব।" আইসিসির অফিসিয়াল লোগোর নীচে পাকিস্তানের নাম রয়েছে বলে উল্লেখ করা হলে, সাইকিয়া আবারো বলেন, "আমরা আইসিসির নির্দেশনা অনুসরণ করব।"

মূলত ভারত দল পাকিস্তানে খেলতে যাবেনা বলে মনে করা হচ্ছিলো ভারত তাদের জার্সিতে পাকিস্তান নাম নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি করে কিনা। তবে সেটা যে আর হচ্ছেনা তা নিশ্চিত হয়ে গেছে।  ভারতীয় দল তাদের ম্যাচ দুবাইতে খেললেও তাদের জার্সিতে আইসিসির নির্দেশনা মেনে পাকিস্তানের কথা উল্লেখ থাকবে।

এদিকে ভারতের অধিনায়ক রোহিত শর্মা উদ্বোধনী অনুষ্ঠানের জন্য পাকিস্তানে যাবেন কিনা সে বিষয়ে বিসিসিআই সচিব এখনও কিছু জানাতে পারেননি। করাচিতে ১৯ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। 

সাধারণত অংশগ্রহণকারী দলগুলি সব বৈশ্বিক ইভেন্টে আইসিসির নির্দেশিকা অনুসরণ করে। সব দল তাদের খেলা বা অনুশীলন কিট অনুমোদনের জন্য আইসিসি-তে পাঠাতে বাধ্য। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দলগুলোর জার্সিতে ইংল্যান্ড এবং ওয়েলস ছিল, শুধু ইংল্যান্ড নয়। 

এমনকি পাকিস্তানের খেলোয়াড়রা ২০২৩ বিশ্বকাপে যে জার্সি পরেছিলেন তাতে ভারতের নাম উল্লেখ ছিল। বর্তমানে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য চলমান আইসিসি মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগোতে আয়োজকের নাম উল্লেখ করা হয়েছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three