Image

হাথুরুসিংহের অধীনে আমার আত্মবিশ্বাস ছিল না: আফিফ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 9 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
হাথুরুসিংহের অধীনে আমার আত্মবিশ্বাস ছিল না: আফিফ

হাথুরুসিংহের অধীনে আমার আত্মবিশ্বাস ছিল না: আফিফ

হাথুরুসিংহের অধীনে আমার আত্মবিশ্বাস ছিল না: আফিফ

এবারের বিপিএলে ১০৩ মিটারের বিশাল ছয় দেখা গেছে আফিফ হোসেন ধ্রুবর ব্যাট থেকে। বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের কোচিংয়ের সময় এই মারকুটে আফিফেরই আত্মবিশ্বাস কমে গিয়েছিল। আপাতত ক্রিকেটে নিজের কোনো সমস্যা দেখছেন না। বরং আফিফের চোখেই, তিনি এখন আছেন খুব ভালো রিদমে। 

কোচ হাথুরুসিংহের বিদায়ের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রায় এক বছর পর দলে ফিরেন আফিফ হোসেন। ক্যারিবিয়ানদের বিপক্ষে বলার মতো পারফর্ম করতে না পারলেও আফিফ ফিরে পেয়েছেন তার রিদম। বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলা এই তারকা অলরাউন্ডার জানালেন নিজের বাস্তবতা। উইন্ডিজ সিরিজ খেললেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাননি আফিফ। তবুও যেন তার নেই কোনো আক্ষেপ। 

আফিফ হোসেন প্রকাশ করেছেন, তিনি পূর্ববর্তী প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলেন। এমন একটি সময় যা তাকে ধারাবাহিকভাবে পারফর্ম করা থেকে বিরত রেখেছিল। গত ৭-৮ মাস যেভাবে গেল আফিফের,

'গত সাত-আট মাস আমার একটু সমস্যা হচ্ছিল… আত্মবিশ্বাস নিয়ে। বিশেষ করে, আমাদের সবশেষ কোচ (হাথুরুসিংহে) যখন ছিলেন, তার সঙ্গে কাজ করছিলাম, তখন সত্যি বলতে আমার আত্মবিশ্বাস নিয়ে সমস্যা হচ্ছিল।' 

'আপাতত আমার মনে হয় না কোনো সমস্যা ফেস করছি। খুব ভালো রিদমে আছি। যেগুলো নিয়ে কাজ করছি, ওগুলো আশা করি সামনে আমাকে ভালো পারফরম্যান্স এনে দেবে।'

সবশেষ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজে তার রান ছিল ২৮, ২৪ ও ১৫। ওয়ানডে সিরিজের পর ক্যারিবিয়ানে টি-টোয়েন্টি সিরিজের এক ম্যাচে ১১ বলে করেন ৮। নির্বাচকরা তাই আস্থা আর রাখতে পারেননি আফিফের উপর। বিপিএলেও বড় রানের দেখা মিলছিল না; দুর্বার রাজশাহীর বিরুদ্ধে ৪২ বলে খেলা ৫৬ রানের ইনিংস আফিফের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three