দয়া করে ইম্প্যাক্ট সাব এর ব্যাপারটা বন্ধ করুন: সিরাজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
দয়া করে ইম্প্যাক্ট সাব এর ব্যাপারটা বন্ধ করুন: সিরাজ

দয়া করে ইম্প্যাক্ট সাব এর ব্যাপারটা বন্ধ করুন: সিরাজ

দয়া করে ইম্প্যাক্ট সাব এর ব্যাপারটা বন্ধ করুন: সিরাজ

আইপিএলের ইম্প্যাক্ট সাব নিয়ে কথাবার্তা চলছেই। এবার সেখানে যোগ দিলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। গত বছর থেকে চালু হয়েছে এই নিয়মটি। যেখানে প্রতিটি দল ১২ জন খেলোয়াড়ের একটি সুবিধা পেয়ে থাকে, যেখানে কোনো বিশেষায়িত ব্যাটার বা বোলার আলাদাভাবে সুযোগ পেয়ে মাঠে পারফর্ম করেন। খুব সম্প্রতি রোহিত শর্মা একটি পডকাস্টে এই নিয়মের ব্যাপারে নিজের অনীহা জানান। এবার সেই তালিকায় যুক্ত হলেন সিরাজ। 

আন্তর্জাতিক ম্যাচে এখনো ইম্প্যাক্ট খেলোয়াড়ের এই নিয়মটি চালু জয়নি। আইপিএল ২০২৩ মৌসুম থেকেই মূলত নতুন এই নিয়ম চালু করে ভারতের এই টুর্নামেন্ট সংশ্লিষ্ট কমিটি। যেখানে মাঠের খেলাকে আরো তাজা ও প্রানবন্ত করার চেষ্টা ছিল তাদের। তবে তা করতে গিয়ে এখন খেলোয়াড় ও কোচদের কাছ থেকে নানারকম আলোচনা শুনতে হচ্ছে। তারা অনেকেই এই নিয়মটি আনন্দের সাথে গ্রহণ করছেন না।

সিরাজ সম্প্রতি জানিয়েছেন,

“আরামদায়ক অবস্থায় থাকাটা জরুরি। আপনি যদি বেশি চিন্তা করেন, তবে এটা আপনাকে নেতিবাচক ও হতাশার দিকে নিয়ে যাবে। তাই আমি সবসময় যতটা সম্ভব ইতিবাচক থাকার চেষ্টা করি। চারপাশের সকল ধরনের নেতিবাচক ইঙ্গিত বন্ধ রাখার চেষ্টা করি। দয়া করে এই ইম্প্যাক্ট সাব এর ব্যাপারটা বন্ধ করুন (হাসি)। উইকেট যেখানে একেবারে ফ্ল্যাট এবং এখানে বোলারদের জন্য কিছুই নেই। এটা মাঝেমধ্যে স্লো হয়ে যেত, কিন্তু এখন ব্যাটাররা এসে সবকিছুই ঘুরিয়ে দিচ্ছে।”

ভারতীয় অধিনায়ক রোহিত কিছুদিন আগেই জানান, তিনি ইম্প্যাক্ট খেলোয়াড় এর এই নিয়মের খুব একটা ভক্ত নন। এরমধ্যে দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিংও এ ব্যাপারে মুখ খোলেন। তিনি বলেছেন, কোচদের জন্য এই নিয়ম একরকম দুঃস্বপ্নের মতো। খেলোয়াড়দের এমন আলোচনা ওঠার ফলে, এই নিয়ম নিয়ে নতুন করে ভাবতে হতে পারে আইপিএলের পরিচালনা পর্ষদকে।