Image

জু'য়া কোম্পানির অ্যাম্বাসেডর হলেন বিপিএল মাতানো ক্রিকেটার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 9 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জু'য়া কোম্পানির অ্যাম্বাসেডর হলেন বিপিএল মাতানো ক্রিকেটার

জু'য়া কোম্পানির অ্যাম্বাসেডর হলেন বিপিএল মাতানো ক্রিকেটার

জু'য়া কোম্পানির অ্যাম্বাসেডর হলেন বিপিএল মাতানো ক্রিকেটার

দিন বদলের সঙ্গে সঙ্গে ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছে বিশ্বের বড় বড় জু'য়ার কোম্পানিগুলো। বড় বড় টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করা ছাড়াও ব্যক্তি ক্রিকেটারদের পেছনে ছুটছে তারা। এবার যুক্ত হলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার ডেভিড মালান। যিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিয়মিত মুখ। 

বিশ্বের অন্যতম জু'য়ার কোম্পানি লাইনবেট ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মালানকে যুক্ত করেছে। মালান কোম্পানিটির হয়ে বিশ্বব্যাপী প্রচার-প্রসারে কাজ করবেন। জু'য়ার কোম্পানির সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত এই ইংলিশ ক্রিকেটার। 

‘আমি লাইনবেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে অনেক উচ্ছ্বসিত। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেটি ক্রীড়াপ্রেমিদের জন্য দারুণ পরিবেশ তৈরি করেছে। আমি দারুণ এই সম্পর্কটি এগিয়ে নেওয়ার জন্য মুখিয়ে আছি।’

মালান সবশেষ বিপিএল খেলেছেন ২০২৩ সালে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। সেবার চ্যাম্পিয়ন হয় কুমিল্লা। সব মিলিয়ে ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিপিএলে ২৮ ম্যাচ খেলেছেন মালান। ৩৪ এর বেশি গড়ে ৮৬৯ রান করেন তিনি। সেঞ্চুরি আছে একটি, আর হাফ সেঞ্চুরি ৫টি। 

বাংলাদেশের আইন অনুযায়ী জু'য়া নিষিদ্ধ, এবার বিপিএলে মালানার সুযোগ হয় কী না সেটাই দেখার।

Details Bottom
Details ad One
Details Two
Details Three