আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টে আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা
- 1
অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
- 2
শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ
- 3
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড
- 4
ঢাকা লিগে ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নি'ষিদ্ধ করল বিসিবি
- 5
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টে আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা
আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টে আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা
নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের গ্রেটার নয়ডার স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে। এই টেস্টে আম্পায়ারের ভূমিকায় থাকবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তিনি গত আগস্টে সবশেষ টেস্ট ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসাবে ছিলেন, গায়ানাতে উইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টে।
ভারতের গ্রেটার নয়ডায় আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের একমাত্র টেস্ট। ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। ঐতিহাসিক এই ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
এক বিবৃতিতে নিউজিল্যান্ড টেস্টের জন্য ম্যাচ অফিশিয়ালসের নাম ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যেখানে শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা, ভারতের নিতিন মেনন, আহমদ শাহ পাকতিনের সঙ্গে আছে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের নাম। আর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন এলিট প্যানেলের গুরুত্বপূর্ণ সদস্য জাভাগাল শ্রীনাথ।
চলতি বছরের মার্চে এমিরেটস আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সুযোগ পান শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এখন পর্যন্ত ১২টি টেস্ট ম্যাচ, ৬৩টি ওয়ানডে এবং ৫২টি টি-টোয়েন্টি ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে কাজ করেছেন। একই সঙ্গে মেয়েদের ১৩টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন।
আফগানিস্তান দল নিউজিল্যান্ডের আগেই ভারতে এসেছে। দলের নেতৃত্ব হাশমতউল্লাহ শাহিদীর কাঁধে। তবে ইনজুরির কারণে দলের বাইরে আছেন তারকা লেগ স্পিনার রাশিদ খান।