নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতে, তবে আয়োজক স্বত্ব বাংলাদেশেরই
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতে, তবে আয়োজক স্বত্ব বাংলাদেশেরই
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতে, তবে আয়োজক স্বত্ব বাংলাদেশেরই
বাংলাদেশে হচ্ছে না নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। অক্টোবরে বাংলাদেশে হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)।
মঙ্গলবার আইসিসির এক ভার্চ্যুয়াল বোর্ড মিটিংয়ে আরব আমিরাতে বিশ্বকাপ আয়োজন চূড়ান্ত করা হয়। আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৩-২০ অক্টোবর টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে আইসিসি।
আইসিসির দেয়া বিবৃতিতে বলা হয়, বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে, তবে আয়োজক হিসেবে কাজ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের ম্যাচগুলো হবে দুটি ভেন্যুতে– দুবাই ও শারজাহ। আগে থেকে নির্ধারিত সূচিতেই ৩-২০ অক্টোবর বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডিস বলেন ‘বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ না হওয়া লজ্জার, যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে এর আগে স্মরণীয় ইভেন্ট দেখেছি।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের জন্য সব ভেন্যু প্রস্তুত রাখায় বিসিবি ধন্যবাদ জানাতে চাই। তবে এই মুহূর্তে দেশটিতে যাওয়ার ব্যাপারে প্রতিযোগী দেশগুলো থেকে আপত্তির কথা জেনেছি।’
টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হলেও, আয়োজনসত্ত্ব বিসিবির হাতেই থাকছে বলে নিশ্চিত করেছেন জিওফ অ্যালারডিস। তিনি বলেন, ‘যাইহোক, বিশ্বকাপের আয়োজকসত্ত্ব তাদের হাতেই থাকছে। আমরা ভবিষ্যতে আইসিসির অন্য কোনো বৈশ্বিক আসর বাংলাদেশে দেখতে চাই।’
এর আগে তিনটি দেশ এই বিশ্বকাপ আয়োজনে আগ্রহ দেখিয়েছিল। তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি এমিরেটস ক্রিকেট বোর্ড, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে তাদের আন্তরিক সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ২০২৬ সাল নাগাদ আমরা বাকি দুই দেশে (শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে) আইসিসি টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা করছি।’