Image

বৃষ্টিতে পন্ড ভারত-কানাডা ম্যাচও, ফ্লোরিডার মাঠের রেকর্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বৃষ্টিতে পন্ড ভারত-কানাডা ম্যাচও, ফ্লোরিডার মাঠের রেকর্ড

বৃষ্টিতে পন্ড ভারত-কানাডা ম্যাচও, ফ্লোরিডার মাঠের রেকর্ড

বৃষ্টিতে পন্ড ভারত-কানাডা ম্যাচও, ফ্লোরিডার মাঠের রেকর্ড

এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টির বাগড়া অন্য যেকোন বিশ্বকাপের তুলনায় অনেক বেশি। টি-টোয়েন্টি বিশ্বকাপে টস ছাড়াই সবচেয়ে বেশি ম্যাচ পরিত্যক্ত হওয়ার রেকর্ডে অস্ট্রেলিয়ার এমসিজির (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড) পাশে নাম লিখিয়েছে ফ্লোরিডার লডারহিল। শনিবার ভারত-কানাডা ম্যাচ পরিত্যক্ত হওয়ার মধ্য দিয়ে এই রেকর্ড গড়ে ফ্লোরিডার এই মাঠটি।

ফ্লোরিডার লডারহিলে এর আগে নেপাল-শ্রীলঙ্কা ম্যাচ ও ভেসে গেছে, যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ডের ম্যাচ দুটিও অনুষ্ঠিত হয়নি। আবারো ঘটলো একই ঘটনা। এবার সেটা ভারত ও কানাডা ম্যাচে। ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ গড়ায়নি মাঠে।

শনিবার ভারত-কানাডা ম্যাচের আগে অবশ্য বৃষ্টি হয়নি লডারহিলে। তবে আগেই প্রচুর পরিমান বৃষ্টিপাত হওয়ায় ভেজা ছিলো আউটফিল্ড। নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি, পরে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্তই ঘোষণা করেন। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় দুই দলকে।

যদিও ভারত-কানাডা ম্যাচটি ছিলো শুধু মাত্র নিয়মরক্ষার ম্যাচ। কেননা 'এ' গ্রুপ থেকে ইতোমধ্যেই সুপার এইট নিশ্চিত করেছে দুটি দল। এই ম্যাচের ফলাফল তাই কোনো প্রভাব ফেলতো না দলগুলোর প্রতি।

'এ' গ্রুপ থেকে ৪ ম্যাচে ৩ জয় ও ১ ড্র তে ৭ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসাবে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। ৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠে গেছে যুক্তরাষ্ট্র। সুপার এইটে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও গ্রুপ 'ডি' এর ২য় দলের বিপক্ষে (বাংলাদেশ বা নেদারল্যান্ডস)।

Details Bottom