Image

বিশ্বকাপ জিতে ভারতের কে কত অর্থ পুরস্কার পাচ্ছেন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিশ্বকাপ জিতে ভারতের কে কত অর্থ পুরস্কার পাচ্ছেন

বিশ্বকাপ জিতে ভারতের কে কত অর্থ পুরস্কার পাচ্ছেন

বিশ্বকাপ জিতে ভারতের কে কত অর্থ পুরস্কার পাচ্ছেন

১১ বছরের ট্রফি খড়া কাটিয়ে অবশেষে বিশ্বকাপ জয় করেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় আইসিসি থেকে বড় অংকের প্রাইজমানি পেয়েছে চ্যাম্পিয়ন দলটি। তাছাড়া বিশ্বকাপ জেতার পর বিসিসিআই থেকে ১২৫ কোটি রুপি বা বাংলাদেশি টাকায় ১৭৫ কোটির বেশি পুরস্কার ঘোষণা করা হয়েছিল। যা কিনা আইসিসি থেকে পাওয়া অর্থের ৬ গুন বেশী। এবার জানা গেল সেই টাকা থেকে কে কত পাচ্ছেন।

ভারতীয় ক্রিকেট দলের জন্য বরাদ্দ অর্থ শুধু ক্রিকেটাররা নন কোচ ও সাপোর্ট স্টাফরাও পাবেন। এবারের বিশ্বকাপে ভারত দলে খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফসহ মোট ৪২ জন মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ সফর করেছেন। মোট অর্থ এই ৪২ জনের মধ্যে ভাগ করে দেয়া হবে।

ভারতীয় গণমাধ্যাম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ স্কোয়াডের ১৫ জন ক্রিকেটার প্রত্যেকে পাবেন ৫ কোটি রুপি করে। যারা কোনো ম্যাচ খেলেননি তারাও সমান টাকা পাবেন। ইয়াশভি জাইসাওয়াল, স্যাঞ্জু স্যামসন ও যুজবেন্দ্র চাহাল; এই ৩ জন কোনো ম্যাচ না খেলেও পাবেন ৫ কোটি রুপি করে।

এছাড়া ভারতীয় ক্রিকেট দলের  প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও পাবেন ৫ কোটি রুপি। অর্থাৎ, বিসিসিআই এর পুরস্কার ১২৫ কোটি রুপির মধ্যে ১৬ জন ৫ কোটি করে পাচ্ছেন মোট ৮০ কোটি রুপি। বাকি ৪৫ কোটি রুপি পাবেন বাকি থাকা ২৬ জন।

বাকি ২৬ জনের মধ্যে আছেন রিংকু সিং, শুবমান গিল, আবেশ খান ও খলিল আহমেদ। যারা কিনা রিজার্ব খেলোয়াড় হিসাবে দলের সাথে ছিলেন, তারা সবাই ১ কোটি রুপি করে পাবেন।

কোচিং স্টাফদের মধ্যে ব্যাটিং কোচ বিক্রম রাথোর, ফিল্ডিং কোচ টি দিলিপ ও কোলিং কোচ পরশ মামব্রে সবাই পাবেন আড়াই কোটি রুপি। নির্বাচক কমিটি পাবেন ১ কোটি রুপি করে। সাপোর্ট স্টাফরা পাবেন ২ কোটি রুপি করে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three