Image

নেদারল্যান্ডসকে উড়িয়ে সুপার এইটের খুব কাছে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নেদারল্যান্ডসকে উড়িয়ে সুপার এইটের খুব কাছে বাংলাদেশ

নেদারল্যান্ডসকে উড়িয়ে সুপার এইটের খুব কাছে বাংলাদেশ

নেদারল্যান্ডসকে উড়িয়ে সুপার এইটের খুব কাছে বাংলাদেশ

অপেক্ষার অবসান, সাকিব আল হাসান ফিরলেন রানে। ৬৪ রানের হার-না-মানা ইনিংসে বাংলাদেশের স্কোরবোর্ডে এনে দিলেন ১৫৯। সাকিব ও সাকিব-ভক্তদের স্বস্তি পাবার দিনে বাংলাদেশও পেল ২৫ রানের রোমাঞ্চকর জয়। নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিতে সুপার এইটের পথে বেশ ভালোভাবেই এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল। মুস্তাফিজ ১ উইকেট পেলেও ৪ ওভারে রান দিয়েছেন কেবল ১২। ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানের বেশি করতে পারেনি ডাচরা, আর তাতেই বাংলাদেশের জয় উৎসব সেন্ট ভিনসেন্টে। সাকিব বল হাতে উইকেটশূন্য থাকলেও তার হাতেই ওঠল ম্যাচসেরার পুরষ্কার।

সাকিব-তামিমের জুটিতে শক্ত ভিত গড়ে বাংলাদেশ। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট শিকার করে টাইগারদের ম্যাচে এগিয়ে থাকতে দেননি ডাচ বোলাররা। মাঝে এসে সাকিবকে দারুণভাবে সঙ্গ দিয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৬ বলে খেলা সাকিবের অনবদ্য ৬৪'তে বাংলাদেশ পেয়ে যায় ১৫৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। এরপর বোলারদের দাপুটে পারফরম্যান্সে বাংলাদেশ নিশ্চিত করে ২৫ রানের জয়। ৩ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বর অবস্থান আরও শক্ত করল বাংলাদেশ। 

পাওয়ার প্লেতে বাংলাদেশ যেখানে করেছিল ৫৪ রান। ১৬০ রানের লক্ষ্য তাড়ায় নেমে সমান দুই উইকেট হারিয়ে নেদারল্যান্ডস করতে পারে কেবল ৩৬। ইনিংসের পঞ্চম ওভারে গিয়ে বাংলাদেশ পায় প্রথম সাফল্য। তাসকিন আহমেদের শর্ট বলে টপ এজে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ হন ১৮ রান করা মাইকেল লেভিট। পরের ওভারে তানজিম সাকিব অ্যাকশনে এসে ফেরান আরেক ওপেনার ম্যাক্স ও ডাউডকে। ১২ রানে থাকা ম্যাক্স সাকিবের হাতেই তুলেছেন ফিরতি ক্যাচ।

৩২ রান করতেই দুই ওপেনারকে হারিয়ে চরম বিপাকে ডাচ ব্যাটিং লাইন। তবে তিনে নামা ভিক্রমজিত সিং আর সাইব্র‍্যান্ড এঙ্গেলব্রেখটের ব্যাটে কিছুটা হলেও স্বস্তি ফেরে নেদারল্যান্ডস শিবিরে। ভিক্রমজিত-এঙ্গেলব্রেখট জুটি যখনই চোখ রাঙানি দেওয়া শুরু করল মাহমুদউল্লাহ রিয়াদকে বোলিংয়ে এনে স্বস্তির ব্রেকথ্রু পেল বাংলাদেশ। ৩ ছক্কায় ১৬ বলে ২৬ করে ফেলা ভিক্রমজিত এগিয়ে খেলতে এসে হয়েছেন স্টাম্পড।

১০ ওভারে ৭৪ রান করা নেদারল্যান্ডসকে ম্যাচ জিততে বাকি ১০ ওভারে করতে হত ৮৬ রান। ক্রিজে তখন সাইব্র‍্যান্ড এঙ্গেলব্রেখটের সঙ্গী হন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এই দুই মিলে নেদারল্যান্ডসকে এগিয়ে নিয়ে যান। নিয়মিতই তারা তুলে নেন বাউন্ডারি। এডওয়ার্ডস ও এঙ্গেলব্রেখট জুটি অবশ্য বেশিসময় হতাশায় রাখতে পারেনি বাংলাদেশকে। রিশাদ হোসেন নিজের তৃতীয় ওভার করতে এসে শিকার করেন জোড়া উইকেট।

২২ বল খেলে ৩৩ রান করে ফেলা সাইব্র‍্যান্ড এঙ্গেলব্রেখটকে ফিরিয়ে বাস ডি লিডকে দিয়েছেন ডাকের স্বাদ। রিশাদের ৩ বলের ব্যবধানে দারুণভাবে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান অ্যাকশনে এসেই ফিরিয়ে দেন থিতু হয়ে যাওয়া স্কট এডওয়ার্ডসকে।

রিশাদ কোটার শেষ ওভার করতে এসে শিকার করেন আরও এক উইকেট। এবার নিজের বলে ফিরতি ক্যাচ নিয়েছেন লোগান ভ্যান ভিকের। ১১৭ রানে সপ্তম উইকেট হারিয়ে বসে নেদারল্যান্ডস। শেষদিকে মুস্তাফিজ হয়ে ওঠেন আনপ্লেয়েবল। সমীকরণ এমন দাঁড়ায়, জিততে শেষ ৬ বলে নেদারল্যান্ডসকে করতে হত ৩৩ রান। তারা করতে পারে কেবল ৭ রান। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three