Image

ইরফান পাঠানের চোখে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড যেমন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ইরফান পাঠানের চোখে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড যেমন

ইরফান পাঠানের চোখে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড যেমন

ইরফান পাঠানের চোখে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড যেমন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পছন্দের স্কোয়াড দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। আইপিএলের চলতি মৌসুমে ভারতীয়দের পারফরম্যান্স বেশ ভালো। কিছু জায়গায় খেলোয়াড় নির্বাচন করা নিয়ে নির্বাচকদের বারবার ভাবতে হবে। এরমধ্যে সাবেক খেলোয়াড় ইরফান জানিয়ে দিলেন তার নিজের মতামত। 

ইরফানের স্কোয়াডে রোহিত শর্মা ও ইয়াশাসভি জাইসাওয়াল ওপেনার হিসেবে ভূমিকা রাখবেন। এছাড়াও রাখা হয়েছে শুবমান গিলকে। স্কোয়াডের অংশ হয়ে ব্যাক-আপ ওপেনার হিসেবে গিলের দায়িত্ব থাকবে। এদিকে ভিরাট কোহলি রয়েছেন এই দলে, যিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেন করছেন। শুধু করছেন এমন নয়, দারুণ পারফরম্যান্সে রাঙিয়ে নিয়েছেন এখন পর্যন্ত।

সুরিয়াকুমার যাদব ও রিংকু সিং আছেন এই ১৫ সদস্যের দলে। দুজনেই মারকুটে ব্যাটিং করে থাকেন। চোট থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ফিরেছেন সুরিয়াকুমার। অন্যদিকে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে ফিনিশিং ভূমিকায় আছেন রিংকু। 

বড় টুর্নামেন্টে অন্তত দুই জন উইকেটরক্ষক দলে রাখা হয়। ইরফান এখানে শুধু একজনকে নির্বাচন করেছেন, রিশাব পান্ট। বড় দুর্ঘটনা থেকে ফিরে এসে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব পালন করছেন পান্ট। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৩৬.২৯ গড়ে ২৫৪ রান করেছেন তিনি। পান্টের ব্যাপারেই ভোট যে বেশি এই পজিশনে, তা খুব অনুমেয়। 

ইরফানের দলে অলরাউন্ডার হিসেবে আছেন; হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা। চলতি মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ ফর্মে আছেন দুবে। 

লেগ স্পিনার রাখা হয়েছে দুই ক্রিকেটারকে; কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল। আইপিএলে দুইজনেই ভালো ছন্দে আছেন। এছাড়াও ৩ পেসার দেখা যায় ইরফানের স্কোয়াডে; জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আর্শদ্বীপ সিং। সিরাজ ও আর্শদ্বীপের ফর্ম নিয়ে অবশ্য চিন্তিত হওয়ার রয়েছে। 

ইরফান পাঠানের ভারতীয় স্কোয়াড: 

রোহিত শর্মা, ইয়াশাসভি জাইসাওয়াল, ভিরাট কোহলি, রিশাব পান্ট (উইকেটরক্ষক), সুরিয়াকুমার যাদব, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আর্শদ্বীপ সিং, শুবমান গিল।

Details Bottom
Details ad One
Details Two
Details Three