বাংলাদেশ টেস্টের প্রস্তুতি: রোহিত-কোহলি খেলবেন ঘরোয়া ক্রিকেট
বাংলাদেশ টেস্টের প্রস্তুতি: রোহিত-কোহলি খেলবেন ঘরোয়া ক্রিকেট
বাংলাদেশ টেস্টের প্রস্তুতি: রোহিত-কোহলি খেলবেন ঘরোয়া ক্রিকেট
সবাইকে চমকে দিয়ে ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা, ভিরাট কোহলিও নাম লেখালেন ঘরোয়া ক্রিকেটে! খেলবেন দিলিপ ট্রফিতে, বিশ্রামে শুধু জাসপ্রীত বুমরাহ। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন সিরিজের প্রস্তুতি সারতে দিলিপ ট্রফিতে মাঠে নামবেন কোহলি-রোহিতরা।
৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে দিলিপ ট্রফি। ভারত বনাম বাংলাদেশের মধ্যে প্রথম টেস্টটি ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন এই সিরিজের আগে ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা যাবে রোহিত-কোহলিকে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ। ফলে প্রস্তুতির দিকে নজর রেখেছে বিসিসিআই।
রোহিত শর্মা ও ভিরাট কোহলিকে দিলিপ ট্রফিতে খেলতে দেখা যাবে। এবারের মৌসুমে দিলিপ ট্রফি নতুন ফরম্যাটে হবে। শুবমান গিল, লোকেশ রাহুল, আক্সার প্যাটেল, রবীন্দ্র জাদেজা, যশস্বী জাইসাওয়াল, সুরিয়াকুমার যাদব এবং কুলদ্বীপ যাদবকেও বোর্ডের পক্ষ থেকে ঘরোয়া টুর্নামেন্টে খেলতে বলা হয়েছে।
তবে, দিলিপ ট্রফির প্রথম দুই রাউন্ডের জন্য রোহিত-কোহলিকে পাওয়া যাবে কি না, তা এখনও নিশ্চিত হয়নি। ভারতীয় বোর্ড বাংলাদেশ সিরিজের আগে চেন্নাইয়ে একটি অনুশীলন সেশনের পরিকল্পনা করছে। সেটা নিশ্চিত হলে, কোহলি এবং রোহিত টুর্নামেন্টের উদ্বোধনী রাউন্ডে অংশ নেবেন।
তবে জাসপ্রীত বুমরাহকে দেখা যাবে না। ওয়ার্কলোড কমাতে আপাতত সম্পূর্ণ বিশ্রাম দেওয়া হয়েছে ডানহাতি ফাস্ট বোলারকে। শোনা যাচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে।