কোহলি-রোহিত অবসরে, ওপেনিংয়ে জায়গা পাকা করতে চাইছেন গিল
কোহলি-রোহিত অবসরে, ওপেনিংয়ে জায়গা পাকা করতে চাইছেন গিল
কোহলি-রোহিত অবসরে, ওপেনিংয়ে জায়গা পাকা করতে চাইছেন গিল
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলে জায়গা হয়নি ওপেনার শুবমান গিলের। তবে তাকে স্ট্যান্ড বাই হিসাবে দলের সাথে রাখা হয়েছিল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলো পর্যন্ত। বিশ্বকাপে ভারতের হয়ে ওপনিং সামলেছেন রোহিত শর্মা ও ভিরাট কোহলি। বিশ্বকাপ জিতে দুজনেই নিয়েছেন অবসর। ওপেনিংয়ের সেই শূন্য স্থানে নিজেকে বসিয়ে তা পূরণ করার স্বপ্ন দেখছেন গিল।
বিশ্বকাপের ক্লান্তিতে নিয়মিত খেলোয়াড়দের বাদ দিয়ে জিম্বাবুয়ে সফরের জন্য আগেই স্কোয়াড ঘোষণা করেছিলো ভারত। সেই দলে অধিনায়ক করা হয় শুবমান গিলকে। ভারতের মূল দলে সুযোগ পাওয়াটা কঠিন। তবে রোহিত শর্মা ও ভিরাট কোহলি অনুপস্থিতিতে সেই জায়গাটা পেতেই পারেন এই ওপেনার।
টি-টোয়েন্টি ফরম্যাটে ওপেন করে চান বলে মনের আশা ব্যক্ত করে গিল বলেন, 'রোহিত ভাই ওপেনার ছিল। কোহলি ভাইও বিশ্বকাপে ওপেন করেছে। আমিও টি-টোয়েন্টিতে আগে ওপেনারের ভূমিকায় খেলেছি। এই ফরম্যাটে আগামী দিনেও ওপেন করতে চাই।'
ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ শুবমান গিল এজন্যই তাকে দেয়া হয়েছে জিম্বাবুয়ে সিরিজের অধিনায়কত্ব। তবে গিল কোহলি-রোহিতকে অনুসরণ করে নিজের চাপ বাড়াতে চান না, 'চাপ আর প্রত্যাশা তো থাকবেই। রোহিত ভাই ও কোহলি ভাই যা অর্জন করেছে তা করে দেখাতে গেলে আমার জন্য অনেক চাপের ব্যাপার হবে। প্রত্যেকেরই আলাদা লক্ষ্য থাকে। অন্যের দেখাদেখি অর্জন করতে গেলে নিজেই চাপে পড়বেন।'
এটাই প্রথম অধিনায়কত্ব নয় গিলের। এবছর আইপিএলে গুজরাট টাইটান্সের অধিনায়ক ছিলেন তিনি। সেই অভিজ্ঞতা কাজে লাগাবেন বলে তিনি জানান, 'অনেক কিছু শিখেছি, নিজেকে ভালো করে চিনেছি। নেতৃত্ব দেওয়ার ধরনও বুঝতে পেরেছি। মূল সমস্যাটা হয় মানসিক দিক দিয়ে। মাঠে সেরকম কঠিন কোনো কাজ থাকে না।'