একই ভুল আবার, পান্টকে ২৪ লাখ রুপি জরিমানা
একই ভুল আবার, পান্টকে ২৪ লাখ রুপি জরিমানা
একই ভুল আবার, পান্টকে ২৪ লাখ রুপি জরিমানা
দিল্লি ক্যাপিটালস অধিনায়ক রিশাব পান্টকে ২৪ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে। এর আগের ম্যাচের জেরে তাঁকে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছিল। একই ভুল আবার করাতে দ্বিগুন হয়েছে জরিমানার পরিমাণ।
মূলত আইপিএলে স্লো ওভার রেট সম্পর্কিত কোড অব কন্ডাক্ট ভেঙেই বিপদে পড়েছেন পান্ট। বুধবার কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারলে জরিমানার কবলে পড়েন পান্ট।
পান্টের ২৪ লাখ ভারতীয় রুপি জরিমানার পাশাপাশি দলের বাকি সদস্যদের (সেরা একাদশ, ইমপ্যাক্ট প্লেয়ার সহ) ৬ লাখ ভারতীয় রুপি বা ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা গুনতে হয়েছে।
উল্লেখ্য, বিশাখাপাত্তামে কোলকাতার ২৭২ রানের বিপরীতে (আইপিএল ইতিহাসের ২য় সর্বোচ্চ) দিল্লি করতে পারে ১৬৬ রান। ১০৬ রানে হারা ম্যাচে ব্যাট হাতে ৫৫ রান করেন পান্ট।
৪ ম্যাচে মাত্র ১ ম্যাচে জেতা দিল্লি ক্যাপিটালস ১০ দলের টুর্নামেন্টে এই মুহূর্তে ৯ নম্বরে অবস্থান করছে।