Image

র‍্যাংকিংয়ে বাবর আজমের সঙ্গে ব্যবধান কমালেন রোহিত শর্মা, শুবমান গিলরা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
র‍্যাংকিংয়ে বাবর আজমের সঙ্গে ব্যবধান কমালেন রোহিত শর্মা, শুবমান গিলরা

র‍্যাংকিংয়ে বাবর আজমের সঙ্গে ব্যবধান কমালেন রোহিত শর্মা, শুবমান গিলরা

র‍্যাংকিংয়ে বাবর আজমের সঙ্গে ব্যবধান কমালেন রোহিত শর্মা, শুবমান গিলরা

শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ পারফরম্যান্স করে আইসিসির হালনাগাদকৃত ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে ৩ এ উঠে এসেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।  দুই ইনিংস মিলিয়ে মোট ১২২ রান করেন তিনি এবং তার স্ট্রাইক রেট ১৩৪.০৬ । 

৩ এ থাকা রোহিত শর্মার রেটিং পয়েন্ট এখন ৭৬৩। অন্যদিকে ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা পাকিস্তানি ব্যাটার বাবর আজমের পয়েন্ট ৮২৪। বাবরের সঙ্গে রোহিতের পয়েন্টের  ব্যবধান এখন মাত্র ৬১। ২ নম্বরে আছেন শুবমান গিল। অন্যদিকে ভিরাট কোহলি নেমে গেছেন ৪ নাম্বারে।

শ্রীলঙ্কার ব্যাটার জানিথ লিয়ানাগে ১০ ধাপ এগিয়ে ৭৬ নম্বরে উঠে এসেছেন। আরেক লঙ্কান ব্যাটার অভিষ্কা ফার্নান্দো ৯ ধাপ এগিয়ে ৮৮ নাম্বারে উঠে এসেছেন। ভারতীয় ব্যাটার আক্সার প্যাটেল ৩৫ ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ১৭৮ নাম্বারে।

বোলিংয়ে দুই ওয়ানডে মিলিয়ে ৫ উইকেট নিয়ে ৫ ধাপ উন্নতি হয়েছে কুলদ্বীপ যাদবের। লঙ্কান বোলার দুনিথ ওয়েল্লালাগে ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৭৬ নাম্বারে। ব্যাটিংয়ের মত বোলিং র‍্যাংকিংয়েও উন্নতি করেছেন আক্সার প্যাটেল, ৩৭ ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৯৬ নাম্বারে।

ভারত-শ্রীলঙ্কা ওয়ামডে সিরিজে কার্যকর পারফরম্যান্স করে র‍্যাংকিংয়ে বড় উন্নতি করেছেন ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এবং লঙ্কান স্পিনার জেফ্রি ভ্যান্ডারসে। ওয়াশিংটন সুন্দর আগের চেয়ে ৪৫ ধাপ এগিয়ে আছেন ৯৭ তে।  এবং ভ্যান্ডারসে উন্নতি করেছেন ৬৪ ধাপ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three