Image

আইপিএলে ম্যাচ খেলার রেকর্ড গড়লেন কার্তিক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএলে ম্যাচ খেলার রেকর্ড গড়লেন কার্তিক

আইপিএলে ম্যাচ খেলার রেকর্ড গড়লেন কার্তিক

আইপিএলে ম্যাচ খেলার রেকর্ড গড়লেন কার্তিক

অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার দীনেশ কার্তিক নতুন এক রেকর্ডে পা দিয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ম্যাচ খেলার দারুণ ধারাবাহিকতায় আজ (রবিবার) ২৫০তম ম্যাচে মাঠে নেমেছেন তিনি। ইডেন গার্ডেন্সে সাবেক দল কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এই রেকর্ড গড়লেন কার্তিক।

আইপিএলের এই চলতি মৌসুমে কার্তিক আছেন দারুণ ফর্মে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে একাদশে তো খেলছেন নিয়মিত, পাশাপাশি ব্যাট হাতে মারকুটে ইনিংস খেলার মোহ’তে নিজেকে করেছেন আবদ্ধ। বেঙ্গালুরুর হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনি।

আইপিএলে ২৫০ ম্যাচ খেলেছেন কার্তিক বাদে এমন ক্রিকেটার ছিলেন কেবল দুইজন। মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক অধিনায়ক রোহিত শর্মা এবং চেন্নাই সুপার কিংসের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রোহিতের এই রেকর্ড এবারের মৌসুমেই ঘটে। গত ১৮ এপ্রিল যখন পাঞ্জাব কিংসের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে মাঠে নামেন এই ওপেনার, তখনই এই মাইলফলকে পা দেন।

এই ৩ ক্রিকেটার বাদে ভিরাট কোহলি এই তালিকায় আসার ক্ষেত্রে খুব নিকটে অবস্থান করছেন। তিনি ২৪৫ টি ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত। মোট ১০ জন ক্রিকেটার আছেন, যারা আইপিএলে ২০০ ম্যাচ খেলেছেন। তাদের প্রত্যেকেই অবশ্য ভারতীয়।

বিদেশি খেলোয়াড়দের মধ্যে কাইরন পোলার্ড আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। এই সাবেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ১৮৯ টি ম্যাচ খেলে শীর্ষে আছেন। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স, ১৮৪ ম্যাচ আছে তার নামের পাশে।

সম্প্রতি কার্তিক জানিয়েছেন, তিনি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য শতভাগ প্রস্তুত রয়েছেন। ভারতীয় স্কোয়াডে সুযোগ পাওয়ার জন্য মুখিয়ে আছেন এই ব্যাটার। এবারের আইপিএল শুরুর আগে কার্তিক জানিয়েছিলেন, চলতি মৌসুম হতে যাচ্ছে আইপিএলে তার শেষ অংশগ্রহণ।

Details Bottom