বিশ্বকাপকে 'না', বাংলাদেশ সিরিজ আমাদের কাছে গুরুত্বপূর্ণ: জয় শাহ
- 1
কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে তামিমের অনুরোধ, তবে...
- 2
বেতন বাড়ল কেন্দ্রীয় চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদের, কে কত পাচ্ছেন
- 3
ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
- 4
চমক দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
- 5
ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জো রুট, নেই স্টোকস
বিশ্বকাপকে 'না', বাংলাদেশ সিরিজ আমাদের কাছে গুরুত্বপূর্ণ: জয় শাহ
বিশ্বকাপকে 'না', বাংলাদেশ সিরিজ আমাদের কাছে গুরুত্বপূর্ণ: জয় শাহ
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ভারতে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে না। এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ, 'তারা (আইসিসি) আমাদের জিজ্ঞাসা করেছে যে আমরা বিশ্বকাপ আয়োজন করব কিনা। আমি স্পষ্টভাবে না বলেছি।'
অক্টোবরে বাংলাদেশে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা আসন্ন বিশ্বকাপ আয়োজনকে ফেলেছে শঙ্কায়। এর পরিপ্রেক্ষিতে, বিশ্বকাপ ভেন্যু স্থানান্তরের জন্য আইসিসি ভারতকে বিকল্প হিসেবে বিবেচনা করেছিল। তবে জয় শাহ বিসিসিআইয়ের অবস্থান ব্যাখ্যা করেছেন, আইসিসির অনুরোধ নাকচ করে দিয়েছেন।
‘তারা (আইসিসি) বিসিসিআইকে অনুরোধ করেছে ইভেন্টটি আয়োজন করতে পারবে কি না। কিন্তু আমি স্পষ্টভাবে না করেছি। তখন (অক্টোবরে) বর্ষাকাল, বৃষ্টিপাত থাকবে। এবং আগামী বছর আমরা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করব। পরপর দুটি বিশ্বকাপ আয়োজন করতে চাই—এমন ধারণা আমি দিতে চাই না।’
বাংলাদেশের বিপক্ষে আসন্ন হোম সিরিজ বিসিসিআইয়ের জন্য গুরুত্বপূর্ণ বলে জয় শাহ জানিয়ে দিয়েছেন, 'আমরা তাদের (বিসিবি) সাথে কথা বলিনি। একটি নতুন সরকার দায়িত্ব নিয়েছে। তারা আমাদের কাছে বার্তা পৌঁছাতে পারে, না হলে আমি তাদের সাথে যোগাযোগ করব। বাংলাদেশ সিরিজ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।'
দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেপ্টেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ দল। চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। এরপর ৬ অক্টোবরে গোয়ালিয়রে ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।