বাংলাদেশের কড়া সমালোচনা করলেন আকাশ চোপড়া
-
1
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল ঘোষণা
-
2
কামিন্সকে নিয়ে স্বস্তির বার্তা অস্ট্রেলিয়া শিবিরে, ব্রিসবেন টেস্টের আগে চূড়ান্ত সিদ্ধান্ত
-
3
তাইজুলের ছন্দে সাকিবের শূন্যতা পূরণ, বাঁহাতি স্পিনার হিসেবে নতুন রেকর্ড
-
4
তৃতীয় দিনশেষে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা, চাপে ভারত
-
5
সোহান ও সাকলাইনকে কেনো সুপার ওভারে পাঠানো হলো ব্যাখ্যা দিলেন আকবর আলী
বাংলাদেশের কড়া সমালোচনা করলেন আকাশ চোপড়া
বাংলাদেশের কড়া সমালোচনা করলেন আকাশ চোপড়া
ভারতের বিপক্ষে লজ্জাজনক ম্যাচ হারের পর বাংলাদেশের কড়া সমালোচনা করেছেন নিজের ইউটিউব চ্যানেলে প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। রবিবার গোয়ালিয়রে ভারতের সামনে কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে না পারায় বাংলাদেশের নামে কটু কথা বলেছেন তিনি।
সোমবার নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, "বাংলাদেশের ছেলেরা - আপনারা কী করছেন, আপনারা কী ধরণের ক্রিকেট খেলছেন? আপনারা কাছেও আসেননি। দুই দলের মধ্যে অনেক পার্থক্য ছিলো। ভারত ১-০ তে এগিয়ে গেছে।"
বাংলাদেশ নিম্নমানের ক্রিকেট খেলেছে জানিয়ে আকাশ চোপড়া আরো জানান, "ভারতীয় দল এমন খেলছে কারণ আপনারা আমাদের চ্যালেঞ্জ দিতে পারেননি। আপনারা নিম্নমানের ক্রিকেট খেলছেন। আপনারা অত্যন্ত মাঝারি মানের ক্রিকেট খেলছেন।"
বাংলাদেশের সমালোচনা করার পাশাপাশি আকাশ চোপড়া প্রসংশা করেছেন হার্দিক পান্ডিয়ার। তার নো লুক শটের জন্য তুলনা করেছেন তুর্কি শ্যুটার ইউসুফ ডিকেকের সাথে, "আপনাদের কি মনে আছে সেই তুর্কি শ্যুটারের কথা, যে অলিম্পিকে তার পকেটে দিয়ে রেখেছিলো? হার্দিক পান্ডিয়া সে যেভাবে নো লুক শট খেলেছে সে ও একই রকম ছিল।"
৯ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
