এক সপ্তাহ মাঠের বাইরে মিচেল মার্শ
-
1
অ্যাশেজে টানা পরাজয়ের পর ইংল্যান্ডের একমাত্র পরিবর্তন, একাদশে জশ টাং
-
2
ভারতের কাছে সাত উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা
-
3
জাওয়াদের ব্যাটে দাপট, নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
-
4
তাসকিনই ভাঙুক আমার গতির রেকর্ড, ঢাকায় এসে প্রত্যাশা শোয়েব আখতারের
-
5
প্রীতি ম্যাচে ভালো আম্পায়ার থাকায় মাঠে বেশী উত্তাপ দেখাবেন না শান্ত
এক সপ্তাহ মাঠের বাইরে মিচেল মার্শ
এক সপ্তাহ মাঠের বাইরে মিচেল মার্শ
এমনিতে দিল্লি ক্যাপিটালসের অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার মিচেল মার্শকে নিয়ে সুখবর ছিল না। হ্যামস্ট্রিং ইনজুরিতে সেরা একাদশের বাইরে ছিলেন তিনি। দিল্লির অ্যাসিস্ট্যান্ট কোচ প্রবীন আম্রে জানিয়েছেন চলমান আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এর অন্তত এক সপ্তাহ মিস করবেন মার্শ।
মিচেল মার্শের ইনজুরি সবসময়ই দুশ্চিন্তার কারণ। ৮ মৌসুম আইপিএল খেললেও কেবল ৪২ টি ম্যাচে মাঠে নামা হয়েছে তাঁর। ২০২২ আইপিএলে তিনি দিল্লির হয়ে ৮ ম্যাচ খেলেন। সানরাইজার্স হায়দ্রাবাদের প্রতিনিধিত্ব করার সময় প্রথম ম্যাচেই গোড়ালির ইনজুরি বাধিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান। ২০২১ আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বাবল ফ্যাটিগের জেরে।
প্রবীন আম্রে মারসশের বর্তমান ইনজুরির আপডেট দেন। তিনি বলেন, 'আমাদের কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে। মিচ মার্শকে নিয়ে আমাদের দুশ্চিন্তা আছে। সে স্ক্যানে গিয়েছিল, এক সপ্তাহের মধ্যে ফিজিও আমাদের রিপোর্ট দিবে। তখন আমরা আসল অবস্থা জানতে পারব। সে গোটা টুর্নামেন্টে খেলতে পারবে কিনা তা রিপোর্টের ওপর নির্ভর করবে।'
৫ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে পয়েন্ট তালিকার ঠিক তলানিতে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। দলের এমন পারফরম্যান্সে ইনজুরির দায় নেহাত কম নয়। মিচেল মার্শের মত ইনজুরির জেরে খেলতে পারছেন না কুলদ্বীপ যাদবও।
উল্লেখ্য, ৪২ টি ম্যাচ খেলে আইপিএলে ১২৭.৬৪ স্ট্রাইক রেটে ৬৬৫ রান করেছেন মিচেল মার্শ। ৮.৫২ ইকোনমিতে উইকেট নিয়েছেন ৩৭ টি।
