Image

আইপিএলের পুরো সূচি প্রকাশ, ফাইনাল চেন্নাইয়ে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএলের পুরো সূচি প্রকাশ, ফাইনাল চেন্নাইয়ে

আইপিএলের পুরো সূচি প্রকাশ, ফাইনাল চেন্নাইয়ে

আইপিএলের পুরো সূচি প্রকাশ, ফাইনাল চেন্নাইয়ে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় ধাপের সূচি প্রকাশিত হয়েছে। যেখানে উল্লেখ করা হয় আইপিএল ফাইনালের ভেন্যুর নাম। ২০২৪ আইপিএল ফাইনাল আয়োজন করতে যাচ্ছে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম; যা চিপক নামে পরিচিত। ম্যাচটির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ মে। এর আগে ২০১১ ও ২০১২ সালের আইপিএল ফাইনাল আয়োজন করেছে চেন্নাই। প্রায় ১২ বছর পর আবারও সেই ঘটনার জন্ম দিতে যাচ্ছে চিপক। 

ফাইনাল ছাড়াও চেন্নাইয়ে আয়োজন হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ, যা মে মাসের ২৪ তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদে ২১ ও ২২ মে। আইপিএলের দ্বিতীয় ধাপের সূচিতে মোট ৫২ টি ম্যাচ রাখা হয়েছে। 

মূলত ভারতের লোকসভা নির্বাচনের কারণে দুই ধাপে আইপিএল সূচি প্রকাশ করা হলো। এর আগে প্রথম দুই সপ্তাহের জন্য মোট ২১ ম্যাচের তালিকা দিয়ে সূচি প্রকাশ করা হয়। যা ছিল প্রথম ধাপ। আইপিএলের এই দ্বিতীয় ধাপের ম্যাচগুলো শুরু হবে আগামী এপ্রিলের ৮ তারিখ থেকে। প্লে-অফের প্রতিটি ম্যাচ রাতে অনুষ্ঠিত হবে। 

প্রথম ম্যাচে চেন্নাইয়ের ঘরের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে লড়বে কোলকাতা নাইট রাইডার্স। ২০২৩ সালের মতো এবারের আইপিএল দলগুলোকে দুইটি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। যেখানে গ্রুপ এ তে রয়েছে; দিল্লি ক্যাপিটালস, কোলকাতা নাইট রাইডার্স, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস। অন্যদিকে গ্রুপ বি তে রয়েছে; চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দ্রাবাদ।

ফেব্রুয়ারির ২২ তারিখ আইপিএলের প্রথম পর্বের সূচি প্রকাশিত হয়। সেসময় ২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ম্যাচগুলোর সময় নির্ধারণ করা ছিল। আইপিএল কমিটি অপেক্ষা করেছিল ভারতের লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার জন্য। তারিখ ঘোষণা হওয়ার পর এখন পুরো সূচি প্রকাশ করল টুর্নামেন্ট সংশ্লিষ্টরা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three