Image

টাইগারদের উৎসবের দিনে শোকে পাথর শ্রীলঙ্কা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টাইগারদের উৎসবের দিনে শোকে পাথর শ্রীলঙ্কা

টাইগারদের উৎসবের দিনে শোকে পাথর শ্রীলঙ্কা

টাইগারদের উৎসবের দিনে শোকে পাথর শ্রীলঙ্কা

সাকিবের ম্যাচসেরা হওয়ার দিনে বিশ্বকাপ থেকে বিদায়ের টিকিট হাতে পেল শ্রীলঙ্কা। সাকিবের মতে, শ্রীলঙ্কাই বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লঙ্কানদের হারিয়েই বিশ্বকাপ মিশন শুরু করে টাইগাররা। আজ ডাচদের ২৫ রানে হারালে আনুষ্ঠানিকভাবেই শ্রীলঙ্কা বাদ পড়ে সুপার এইটের রেস থেকে। সুপার এইটের স্বপ্ন লঙ্কানদের বেঁচে থাকত শুধু এ ম্যাচটি পরিত্যক্ত হলে। 

২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের 'ডি' গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসাবে সুপার এইট প্রায় নিশ্চিত বাংলাদেশের। শেষ ম্যাচে নেপালিদের হারালেই সুপার এইটে উঠে যাবে বাংলাদেশ। শ্রীলঙ্কা আনুষ্ঠানিকভাবে আউট, এবং নেদারল্যান্ডসকে যোগ্যতা অর্জন করতে হল অলৌকিক পারফর্ম্যান্স দেখাতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে তারা জিতলেও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ-নেপাল ম্যাচে। 

ফিফটিতে সাকিবের ফর্মে ফেরা, তাতে বাংলাদেশেরই লাভ। ৬৪ রানের হার-না-মানা ইনিংসে বাংলাদেশের স্কোরবোর্ডে এনে দিলেন ১৫৯। সাকিব ও সাকিব-ভক্তদের স্বস্তি পাবার দিনে বাংলাদেশও পেল ২৫ রানের রোমাঞ্চকর জয়। নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিতে সুপার এইটের পথে বেশ ভালোভাবেই এগিয়ে গেল টাইগাররা। সাকিব বল হাতে উইকেটশূন্য থাকলেও তার হাতেই ওঠল ম্যাচসেরার পুরষ্কার। কারণ ব্যাট হাতেই যে তিনি বড় অবদান রেখেছেন দলের জয়ে। 

৪৬ বলে খেলা সাকিবের অনবদ্য ৬৪'তে বাংলাদেশ পেয়ে যায় ১৫৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। এরপর বোলারদের দাপুটে পারফরম্যান্সে বাংলাদেশের নিশ্চিত হয় ২৫ রানের জয়। ৩ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বর অবস্থান আরও শক্ত করল বাংলাদেশ। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three