বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনকে পাচ্ছে বাংলাদেশ
বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনকে পাচ্ছে বাংলাদেশ
বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনকে পাচ্ছে বাংলাদেশ
বিশ্বকাপ মিশন শুরুর আগে টাইগার প্যাভিলিয়নে মিলল স্বস্তির খবর। নিজেদের প্রথম ম্যাচ থেকেই সহ-অধিনায়ক তাসকিন আহমেদকে দলে পাওয়া নিয়ে আশাবাদী বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। চোট পাওয়া তাসকিনের ফিটনেস এখন সন্তোষজনক অবস্থায়, ম্যাচ খেলার জন্য আছেন ফিট।
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এলো সুখবর, বিশ্বকাপের প্রথম ম্যাচেই তারকা পেসার তাসকিন আহমেদকে পাচ্ছে বাংলাদেশ। পাঁজরের ইনজুরিতে পড়ায় তাসকিন খেলতে পারেননি যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ, এরপর মিস করেন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও।
আগে থেকেই প্রায় নিশ্চিত ছিল, শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ৮ই জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে পুরোপুরিভাবে ফিট হয়ে ওঠবেন তাসকিন। হয়েছেও তাই, বিসিবি ফিজিও শোনালেন আশার কথা,
‘তাসকিন অনেক উন্নতি করেছে। আজ আউটডোরে বোলিং করার পরিকল্পনা ছিল, যেহেতু বোলিং করার পরিকল্পনা করেছে, তাকে এ কারণে ইনডোরে আনা। ৫ জুন তার পুরোপুরি বোলিং শুরুর কথা। সেটা দেখে বলা যাবে ৭ জুনের ম্যাচে ওকে পাব কি না। এখন পর্যন্ত তার খুব ভালো অগ্রগতি।’
তবে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে চোট পাওয়া শরিফুল ইসলামের এই বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা নেই। তার হাতে লেগেছে ৬টি সেলাই, আপাতত টিম হোটেলেই বিশ্রামে শরিফুল।