তাইজুলের ঘূর্ণির মায়াজালে আটকে গিয়েও লিডে দক্ষিণ আফ্রিকা
- 
                        
                            1
                            
ভারতীয় নারীদের বিশ্বকাপ জয়ের সাথে রেকর্ড পরিমাণ পুরস্কার
 - 
                        
                            2
                            
গুরবাজ-জাদরানের ঝড়ে জিম্বাবুয়েকে ক্লিন সুইপ করল আফগানিস্তান
 - 
                        
                            3
                            
নারী ক্রিকেট বিশ্বকাপে ভারতের স্বপ্নপূরণ
 - 
                        
                            4
                            
ওয়াশিংটনের বিস্ফোরণ, হোবার্টে ভারতের দাপুটে প্রত্যাবর্তন
 - 
                        
                            5
                            
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
 
                                তাইজুলের ঘূর্ণির মায়াজালে আটকে গিয়েও লিডে দক্ষিণ আফ্রিকা
তাইজুলের ঘূর্ণির মায়াজালে আটকে গিয়েও লিডে দক্ষিণ আফ্রিকা
টেস্টে ২০০ উইকেট প্রাপ্তির দিনে ফাইফারের স্বাদও পেয়েছেন তাইজুল ইসলাম। সাকিবের চেয়েও দ্রুততম ২০০ উইকেট পান তাইজুল। প্রোটিয়াদের পেস তান্ডবের পর মিরপুরে দেখা গেল স্পিন রাজত্ব। তাইজুলের ঘূর্ণির মায়াজালে আটকে গিয়েছেন প্রোটিয়া ব্যাটাররা। তবুও দিন শেষে দক্ষিণ আফ্রিকার লিড ৩৪ রানের, হাতে বাকি ৪ উইকেট।
মিরপুর টেস্টের প্রথম দিনে উইকেট পড়েছে ১৬টি। ৪০.১ ওভারে বাংলাদেশ ১০৬ গুটিয়ে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নেমে দিন শেষ করেছে ৬ উইকেটে ১৪০ রান সংগ্রহ করে। আলোকস্বল্পতার কারণে দিনের নির্ধারিত সময়ের ১৭ মিনিট ও ৬ ওভার বাকি থাকতেই খেলা সমাপ্ত ঘোষণা করতে বাধ্য হন অয়াম্পায়াররা। কাল অবশ্য ১৫ মিনিট আগে, অর্থাৎ ৯টা ৪৫ মিনিটে হবে দিনের প্রথম বল।
চা-বিরতির আগে দক্ষিণ আফ্রিকার ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ফিরে এসে ভেলকি দেখান তাইজুল ইসলাম। ৪ উইকেট শিকার করে ছুঁয়েছেন ২০০ টেস্ট উইকেটের মাইলফলক। মুহূর্তেই তাইজুল পেয়ে যান ফাইফারের স্বাদও। যা টেস্টে তার পাওয়া ১৩তম পাঁচ উইকেট। তাইজুলের স্পিন বিষে নীল হয়ে একশোর আগেই পাঁচ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা্র ৬ষ্ঠ উইকেটের পতন ১০৮ রানে।
এরপর অবশ্য কাইল ভেরেইনে ও উইয়ান মুল্ডার জুটি চোখ রাঙিয়েছে বাংলাদেশকে। ১৮ রানে অপরাজিত ভেরেইনে, তাকে সঙ্গ দেওয়া উইয়ান মুল্ডারের রান ১৭। কাল এই দুই ব্যাটার ফের ব্যাটিংয়ে নামবেন। ৩৪ রানের লিড পাওয়া দক্ষিণ আফ্রিকাকে আরও এগিয়ে রাখতে চাইবেন।
এদিন ১৫ ওভার বল করে তাইজুল ইসলাম রান দিয়েছেন ৪৯, উইকেট নিয়েছেন পাঁচটি। বাকি ১ উইকেট যায় হাসান মাহমুদের দখলে।
