Image

এমন অসাধারণ সাকিবের থেকে পরের ম্যাচে আরও বেশি চান শান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
এমন অসাধারণ সাকিবের থেকে পরের ম্যাচে আরও বেশি চান শান্ত

এমন অসাধারণ সাকিবের থেকে পরের ম্যাচে আরও বেশি চান শান্ত

এমন অসাধারণ সাকিবের থেকে পরের ম্যাচে আরও বেশি চান শান্ত

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া ১০ উইকেটের জয়। সিরিজ শুরুর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, বিশেষ কিছু করবে সাকিব আল হাসান। ম্যাচের পঞ্চম দিন সাকিব অবদান রাখেন দারুণভাবে। পাকিস্তানের গুরুত্বপূর্ণ তিন উইকেট নেন দখলে। ঐতিহাসিক জয়ের পর ফের সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ অধিনায়ক মাতলেন সাকিবের প্রশংসায়। 

পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বপ্ন দেখান বোলাররা, বিশেষ করে সাকিব। পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার কাজটা পঞ্চম দিনে করেছেন সাকিব আল হাসান। সৌদ শাকিলকে ডাক বানানোর পর সেট ওপেনার আবদুল্লাহ শফিককেও করেন বিদায়। এরপর মিরাজের স্পিন বিষে দিশেহারা হয়ে যায় স্বাগতিকরা, একাই নেন ৪ উইকেট। 

ম্যাচ শেষে সাকিব প্রসঙ্গে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, 

'যখন দেশের হয়ে মাঠে নামেন আমি যতটুকু বুঝি অনেক ডেডিকেটেড একজন মানুষ। দলের জিতার জন্য যা যা করা দরকার সবকিছু করেন। পার্সোনাল লাইফ সবকিছু এক দিকে সরিয়ে দিয়ে দলের জন্য কীভাবে আমি ভালো করতে পারি, কীভাবে সাহায্য করতে পারি, আরেকটা জুনিয়র প্লেয়ারকে কীভাবে সাহায্য করতে পারি এই জিনিসগুলা উনি খুবই আলাদাভাবে করতে পারেন। খুবই ডেডিকেটেড পার্সন। এরকমভাবে দলে ইনপুট দেওয়া দারুণ ব্যাপার। তার কাছে থেকে আমরা এরকম কিছুই আশা করি। পরের ম্যাচেও এর থেকে ভালো কিছু আশা করছি।'

Details Bottom