Image

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ লাহোরে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ লাহোরে

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ লাহোরে

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ লাহোরে

নিউইয়র্কে ভারত এবং পাকিস্তানের তীব্র লড়াইয়ের ম্যাচটি শেষ হওয়ার সাথে সাথে তাদের পরবর্তী বড় সংঘর্ষও খুব বেশি দূরে নয়। ২০২৫ সালের মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আট মাসের মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বীদের আবার দেখা হবে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সময়সূচী আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর কাছে জমা দেওয়া হয়েছে এবং ভারত-পাকিস্তান ম্যাচ দিয়েই শেষ হবে লিগ পর্ব। 

দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে ৯ মার্চ উইন্ডো চিহ্নিত করেছে। আট দলের টুর্নামেন্টের জন্য ২০ দিনের সময় বরাদ্দ করা হয়েছে, যা ২০১৭ সালের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে। 

চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ পাকিস্তানে হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। ভারতে বিজেপি সরকার ক্ষমতায় ফিরে আসার সাথে সাথে, পাকিস্তানের প্রতি বর্তমান নীতি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। যদিও এখনও কোন আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। 

পিসিবি অবশ্য লাহোরকে ভারতের ম্যাচগুলোর ভেন্যু হিসাবে চিহ্নিত করেছে। যাতে ভারতীয় দলকে অনেক জায়গায় ভ্রমণ করতে না হয় এবং ভক্ত-সমর্থকরা ওয়াঘা সীমান্ত দিয়ে সহজেই লাহোরে যেতে পারে। তবে এই সিদ্ধান্ত ব্যর্থ হলে, গত বছরের এশিয়া কাপের জন্য ব্যবহৃত হাইব্রিড মডেলটি প্রয়োগ করা হবে। যার অর্থ টুর্নামেন্টের কয়েক ম্যাচ সংযুক্ত আরব-আমিরাতে অনুষ্ঠিত হতে পারে।

করাচিতে ১৯ ফেব্রুয়ারি, বুধবার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং দুটি সেমিফাইনাল হবে করাচি এবং রাওয়ালপিন্ডিতে। প্রস্তাবিত সূচি অনুসারে, ৯ মার্চ, রবিবার, ফাইনাল হবে লাহোরে। যেখানে ভারত যোগ্যতা অর্জন করলে তাদের সব ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে। 

এই পর্যায়ে, পিসিবি বা আইসিসি কেউই হাইব্রিড মডেলের কথা বলছে না। যদিও শেষ মুহূর্তে পরিস্থিতির পরিবর্তন হওয়াটা নজিরবিহীন নয়। সবার চোখ এখন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এবং ভারত সরকারের দিকে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three