Image

বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কার ওপরই চাপ বেশি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কার ওপরই চাপ বেশি

বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কার ওপরই চাপ বেশি

বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কার ওপরই চাপ বেশি

শনিবার ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। দুই দলেই জন্যই ম্যাচটি মহা গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা ইতোমধ্যেই বিশ্বকাপে নিজেদের ১ম ম্যাচে শোচনীয় ভাবে পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকার কাছে। ২য় ম্যাচে বাংলাদেশ বিপক্ষে তাই জয় ছাড়া কিছু ভাবছে না লঙ্কানরা। অন্যদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করে আত্মবিশ্বাস ফিরে পেতে চাইবে টাইগাররা।

বিগত কয়েক বছর ধরেই  জমে উঠেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা রাইভালরি। নাগিন ড্যান্স, টাইমড আউট বিতর্ক যা নিয়ে গেছে অন্য মাত্রায়। এখন বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই উত্তাপ উত্তেজনার ছড়াছড়ি। তাই মাঠে নামার আগে বাড়তি মানসিক চাপে থাকবে দুই দলের ক্রিকেটাররাই। 

সাম্প্রতিক সময়ের লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে কথা না বললেও পরিসংখ্যানের দিক দিয়ে বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে থাকছে শ্রীলঙ্কা। বাংলাদেশ টি-টোয়েন্টি তে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে মোট ১৬ বার। তারমধ্যে টাইগারদের জয় মাত্র ৫ টি তে, বাকি ১১ টাই জিতেছে লঙ্কানরা।

অন্যদিকে খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশ দল। কদিন আগেই সিরিজ হেরেছে যুক্তরাষ্ট্রের কাছে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও পাত্তা পায়নি ভারতের কাছে। এমন অবস্থায় কেমন প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল? ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, 

 ‘প্রস্তুতির দিক দিয়ে যদি বলতে চান সবাই ভালোমত প্রস্তুত। আমার মনে হয় সুযোগ সুবিধা যতটুকু ছিল অইটা আমরা পুরোটা নেওয়ার চেষ্টা করেছি। ভালো-খারাপ থাকবেই তবে এর ভেতর থেকে যতটা ভালোটা নেওয়া যায় অনুশীলন থেকে তা আমরা নেওয়ার চেষ্টা করেছি। আমি মনে করি যে খুব ভালোভাবে প্রস্তুত আছে।’

ডালাসের উইকেট প্রসঙ্গে শান্ত জানান,

 ‘এই উইকেটে যা দেখলাম এক ম্যাচে ১৯৪ হল, আজকে আবার ১৫০ এর মত হল। কালকে খেলতে নামলে বুঝতে পারা যাবে কত রানের উইকেট। তবে আমার কাছে যা মনে হয় নতুন বলে ব্যাটিং চ্যালেঞ্জিং। অজুহাতের কোনো সুযোগ নেই। এই কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে কীভাবে ভালো শুরু দিতে পারি ব্যাটাররা এটা খুবই গুরুত্বপূর্ণ। আগে বোলিং করলে কীভাবে উইকেট নেওয়া যায়, কীভাবে সুবিধা নেওয়া যায় এটা গুরুত্বপূর্ণ। উইকেট নিয়ে আমার মনে হয় না খুব বেশি চিন্তা করার দরকার আছে। যার যা স্কিল আছে তা কাজে লাগানো বেশি গুরুত্বপূর্ণ।’

শান্ত আরও বলেছেন, 

‘চিন্তাভাবনা আমার মনে হয় সবাই ভালো অবস্থায় আছে। মানসিকভাবে সবাই ভালো আছে এতটুকু আমি বলতে পারি। বিশ্বকাপের প্রথম ম্যাচ যেহেতু অবশ্যই সবাই একটু হইলেও নার্ভাস থাকবে। এখন অই জিনিসটা কীভাবে সামাল দিচ্ছে এটাও জরুরি। অনেকের আগে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে সেটাও কাজে লাগানোর চেষ্টা করবে।’

শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three