আবারও ম্যাচ সেরা মায়াঙ্ক, উড়ে গেল বেঙ্গালুরু
আবারও ম্যাচ সেরা মায়াঙ্ক, উড়ে গেল বেঙ্গালুরু
আবারও ম্যাচ সেরা মায়াঙ্ক, উড়ে গেল বেঙ্গালুরু
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম দুই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করলেন মায়াঙ্ক যাদব। গতি দিয়ে ইতোমধ্যে নজর কেড়েছেন ক্রিকেট বিশ্বের। আইপিএল ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ গতিময় বল, ১৫৬.৭ কিলোমিটার ঘণ্টায়– যা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে মায়াঙ্ক ডেলিভার করেছেন। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের এই তরুণ ফাস্ট বোলারকে নিয়ে এখন আলোচনা প্রতিটি জায়গায়।
মঙ্গলবার (২ এপ্রিল) বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ৪ ওভার বল করে ৩ উইকেট নিয়ে ১৪ রান দিয়েছেন মায়াঙ্ক। এত কৃপণ বোলিং, সাথে গতির ঝলক দিয়ে ব্যাটারদের পরাস্ত করেছেন তিনি। গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন ও রজত পাতিদারের উইকেট তুলেছেন মায়াঙ্ক।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান করে লক্ষ্ণৌ। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৫৩ রানে গুটিয়ে যায় বেঙ্গালুরু। ভিরাট কোহলিরা ম্যাচটি হেরে যায় ২৮ রানের ব্যবধানে।
বোলিংয়ে উজ্জ্বল মায়াঙ্ক জানান, “বেশ ভালো লাগছে, দুই ম্যাচে দুইতি ম্যান অব দ্য ম্যাচ হওয়ায়। আমি আরো খুশি যে, দুইটি ম্যাচই জিতেছি।”
“আমার লক্ষ্য দেশের জন্য ভালো করে যাওয়া, যত বেশি বছর ধরে তা করা যায়। এটা মাত্র শুরু। আমার ভাবনায় প্রধান লক্ষ্য।”
গ্রিনের উইকেট মায়াঙ্কের বেশ পছন্দ হয়েছে। যেখানে গতি, আউটসাইড এজে সরাসরি স্টাম্পে আঘাত হানে বল। এর আগের বলেই বাউন্ডারি হাঁকিয়েছেন এই অজি ব্যাটার।
মায়াঙ্ক আরও বলেন, “এমন গতি আনতে হলে, আপনাকে কিছু জিনিস করতে হবে। যেমন ডায়েট, ঘুম, অনুশীলন। সবকিছুই সঠিক হতে হবে। আমার ভাবনায় থাকে ডায়েট, পাশাপাশি আমার পুনর্বাসন, যেমন বরফ গোসল নেওয়া।”