Image

ব্যাটারদের জন্য তাসকিন দিলেন যে পরামর্শ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ব্যাটারদের জন্য তাসকিন দিলেন যে পরামর্শ

ব্যাটারদের জন্য তাসকিন দিলেন যে পরামর্শ

ব্যাটারদের জন্য তাসকিন দিলেন যে পরামর্শ

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে দলে ফিরেই উইকেট পেয়েছেন তাসকিন। অনেক দিন পর টেস্টে ফিরে আনন্দ পেয়েছেন এই তারকা পেসার। পাকিস্তানের ব্যাটিং অর্ডারে শুরুর আক্রমণটা করেন তাসকিনই, এরপর অভিযানের শেষটা হয় মিরাজের ফাইফারে। এরপর বিনা উইকেটে ১০ রানে দিন শেষ করে বাংলাদেশ। কাল ব্যাটারদের জন্য অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ, সতর্ক দিয়ে রাখলেন তাসকিন। 

রাওয়ালপিন্ডিতে নামার আগে তাসকিনের খেলা সবশেষ টেস্ট ছিল গত বছর জুনে, আফগানিস্তানের বিপক্ষে। প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে এদিন সবকিছুই যেন তাসকিন করলেন। শুরুতে আবদুল্লাহ শফিককে বিদায় করে দলকে এনে দেন উড়ন্ত সূচনা। এরপর সৌদ শাকিল আর সালমান আগার গুরুত্বপূর্ণ উইকেটও দখলে নেন এই পেসার। প্রথম ইনিংসে ৫৭ রান খরচায় তাসকিনের উইকেট সংখ্যা ৩; উচ্ছ্বসিত কণ্ঠে তাসকিন বলেন,  

‘অনেক দিন পর টেস্ট ক্রিকেটে এসে শুরুটা মোটামুটি ভালোই ছিল। খেলা তো এখনো শেষ হয়ে যায়নি। দ্বিতীয় ইনিংস আছে। জেতাটাই মূল লক্ষ্য। দল সবার আগে।’

নিজেদের প্রথম ইনিংসে নামা বাংলাদেশ শুরুতেই হারাতে পারত ওপেনার সাদমান ইসলামকে। প্রথম বলেই জীবন পাওয়া সাদমান ৯ বল খেলে অপরাজিত ৬ রানে, আরেক ওপেনার জাকির হাসানের এখন রান যোগ করা হয়নি। দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে বাংলাদেশ পিছিয়ে আছে ২৬৪ রানে, হাতে আছে ১০ উইকেটই।

পাকিস্তানের ইনিংসে ১৭ ওভার বল করা তাসকিন জানেন রাওয়ালপিন্ডির উইকেটের আচরণ। তাই দলের ব্যাটারদের জন্য দিলেন যে পরামর্শ, 

‘তারা (পাকিস্তান) দারুণ বোলিং ইউনিট। অতটা দেখা হয়নি এখনো। প্রথম টেস্টে যা দেখলাম, তারা বেশ ভালো বোলার। ব্যাটারদের বলতে চাইব, নতুন বলটাকে পুরোনো বানিয়ে ফেলতে। তখনই সাহায্য পাওয়া যাবে।’

Details Bottom