হান্ড্রেড খেলতে গিয়ে ইনজুরড স্টোকস, অনিশ্চিত শ্রীলঙ্কা সিরিজে
হান্ড্রেড খেলতে গিয়ে ইনজুরড স্টোকস, অনিশ্চিত শ্রীলঙ্কা সিরিজে
হান্ড্রেড খেলতে গিয়ে ইনজুরড স্টোকস, অনিশ্চিত শ্রীলঙ্কা সিরিজে
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ইনজুরিতে পড়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। দ্য হান্ড্রেডের একটি ম্যাচের সময় হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। এখন তার স্ক্যান করানো হবে। উল্লেখ্য শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরু হতে ১০ দিনেরও কম সময় বাকি। এমন অবস্থায় অধিনায়কের ইনজুরি চাপ বাড়িয়ে ইংল্যান্ডের।
দ্য হান্ড্রেডে নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে খেলেন স্টোকস। এদিন ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে রান তাড়া করার সময় চোট পেয়ে রিটায়ার্ড হার্ড হয়ে মাঠের বাইরে যান তিনি। তাকে মাঠের বাইরে নিতে সাহায্য করে মেডিকেল স্টাফরা। অবশ্য ম্যাচের পরে ক্রাচের সাহায্যে হাটতে দেখা যায় তাকে।
স্টোকসের ইনজুরির সময় ব্যাটিংয়ে ছিলেন ওলি রবিনসন। তিনি স্কুপ করার চেষ্টা করতে গিয়ে ভুল করে লেগ সাইডে ব্যাট চালিয়েছিলেন এবং সেই সময়ে রান নিতে গিয়ে স্টোকসের পেশীতে টান পড়ে এবং তারপরে সে মাটিতে পড়ে যান এবং হতাশায় গ্লাভস খুলে ফেলেন। সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য মাঠে আসেন ফিজিও হ্যারি বুকার এবং জেমস পাইপ। এরপর স্টোকসকে স্ট্রেচারে বসিয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়। প্রায় এক ঘণ্টা পর ডাগআউটে ফেরেন বেন স্টোকস।
অধিনায়ক হ্যারি ব্রুক পরে নিশ্চিত করেছেন স্টোকসের চোট খারাপ হতে পারে। ম্যাচ শেষে ব্রুক বলেন, " চোটের অবস্থা দুর্ভাগ্যবশত ভালো লাগছে না, আগামীকাল স্ক্যান করে দেখব কেমন হয়"
তাছাড়া সুপারচার্জার্সের একজন মুখপাত্র বলেছেন: "বেন স্টোকসের হ্যামস্ট্রিং এখনো মূল্যায়ন করা হচ্ছে। আগামীকাল থেকে আরও আপডেট পাওয়া যাবে।
স্টোকসের আগে থেকেই বাম পায়ের হাঁটুতে ইনজুরি ছিলো। এবং তার সাথে এখন যুক্ত হলো হ্যামস্ট্রিং ইনজুরি। যা ইংল্যান্ড দলের উদ্বেগ বাড়িয়েছে। ম্যানচেস্টারে ২১শে আগস্ট থেকে শুরু হওয়া প্রথম টেস্টে স্টোকসের খেলার সম্ভাবনা নিয়ে রয়েছে শঙ্কা।